• Clive Lloyd: গিলের প্রশংসায়, বিরাট-রোহিতদের বিশ্বকাপের দলে রাখার পক্ষে লয়েড...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: দেখে মনে হবে নির্বাচনী জনসভা। কাতারে কাতারে মানুষ। ক্লাইভ লয়েডকে একঝলক দেখার জন্য জনপ্লবন সাতগাছিয়ার বড় মাঠে। আট থেকে আশি। হাজির সকলেই। বাদ নেই কচিকাঁচারাও। এর আগে রবি শাস্ত্রী, ঝুলন গোস্বামী সহ অনেক তারকা ক্রিকেটার ঘুরে গিয়েছেন। তবে লয়েডকে হাতের নাগালে পেয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মাতেন শহরতলীর ক্রিকেটপ্রেমীরা। বেলুনে সাজানো হুডখোলা গাড়িতে পুরো মাঠ প্রদক্ষিণ করলেন দু"বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক। গাড়ি থেকে ছুড়লেন টেনিস বল। তাঁকে চাক্ষুষ করতে উপচে পড়ে ভিড়। ঘণ্টাখানেক কাটান সেখানে। তবে আসল মুহূর্ত পুরস্কার বিতরণী মঞ্চে। এক মিনিটের ফ্ল্যাশব্যাক। আবার ব্যাট হাতে দেখা গেল ক্লাইভ লয়েডকে। মঞ্চে দাঁড়িয়ে ব্যাট নিয়ে পোজ দিলেন। দিনের সেরা মুহূর্তে এটাই। পুরস্কার তুলে দেন সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির বিজয়ী দল চন্দননগর বয়েজ ক্লাব এবং রানার্স আপ আইদা মিলনি সংঘকে। শুক্রবার সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত ছিলেন দু"বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক। দুপুর একটা নাগাদ পৌঁছন কালনা গ্রামের স্কুলে। পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় তাঁকে। স্বামী বিবেকানন্দর জন্মদিনে মাল্যদান করেন তাঁর ছবিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা সুরজিৎ বক্সি, সাতগাছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন সাহা সহ অন্যান্যরা। গত দু"দিন ধরে কলকাতায় ঠাসা কর্মসূচি ছিল। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন ৭৯ বছরের ক্যারিবিয়ান তারকা। কিন্তু ক্লান্তির লেশমাত্র নেই। হাসিমুখে মেটালেন ভক্তদের আবদার। সেটা অটোগ্রাফ দেওয়া থেকে শুরু করে সেলফি তোলা। এর আগে বেশ কয়েকবার কলকাতায় এসেছেন। কিন্তু শহরতলী বা গ্রামে যাওয়ার সুযোগ হয়নি। কলকাতা থেকে প্রায় আড়াই ঘণ্টা দূরের এই স্কুলে আসার যাত্রা বেশ উপভোগ করেন লয়েড। কয়েক মুহূর্তের জন্য নিজের স্কুলজীবনে ফিরে যান। লয়েড বলেন, "আমি এর আগে ভারতের কোনও গ্রামে যাইনি। তাই দারুণ অভিজ্ঞতা হল। খেলোয়াড় হতে গেলেও খেলা সম্বন্ধে সাধারণ ধারণা থাকা জরুরি। সেটার জন্য লেখাপড়া লাগে। স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীর জন্য শুভেচ্ছা রইল।" ৪১ বছর আগে কপিল দেবের ভারতের কাছে হারে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক হয়নি। ফেভারিট হয়েও হারতে হয়। সেই স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। এখনও মন কাঁদে তাঁর। এই প্রসঙ্গে লয়েড বলেন, "আমি এখনও কাঁদছি। ভারত সেদিন আমাদের থেকে ভাল খেলেছে। ভারতের একদিনের ক্রিকেটে যাত্রা শুরু হয় সেদিন থেকেই। ওরাও যে একদিনের ক্রিকেট খেলতে পারে বুঝিয়ে দিয়েছে। আজও ভারত সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।" সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নিঃসন্দেহে তাঁর তালিকার ওপরের দিকে থাকবেন সুনীল গাভাসকর। কিন্তু বর্তমান ক্রিকেটারদের মধ্যে শুভমন গিল, শ্রেয়স আইয়ারের প্রশংসা করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। লয়েড বলেন, "শুভমন গিল, শ্রেয়স আইয়ার ভাল। দু"জনই সব ফরম্যাটে খেলতে পারে। চটপটে। বর্তমান ভারতীয় দলের সবাই দক্ষ।" বিশ্বক্রিকেটে বর্তমান অধিনায়কদের মধ্যে এগিয়ে রাখলেন রোহিত শর্মাকে। লয়েড বলেন, "রোহিত যথেষ্ট ভাল। পাকিস্তানের নেতা খুব একটা ভাল করছে না। নিউজিল্যান্ডের অধিনায়কও খারাপ নয়। বাটলার কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করছি কাটিয়ে উঠবে। এখন বিভিন্ন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকে। আমাদের সময় এরকম ছিল না। তাই নির্দিষ্ট কাউকে বাছা কঠিন।" বিরাট কোহলি, রোহিত শর্মার টি-২০ বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। বন্ধু গাভাসকরের মতো দুই মহাতারকাকে বিশ্বকাপে দেখতে চান কিংবদন্তি। লয়েড বলেন, "বিশ্বকাপের জন্য সেরা দল গড়তে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতাও জরুরি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অভিজ্ঞতা দরকার। বিরাটের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে প্রয়োজন। তবে পাশাপাশি দলে তরুণ প্লেয়ারও রাখতে হবে। ভারতে এখন অনেক উঠতি প্লেয়ার আছে। দুটো মিলিয়েই সেরা দল গড়তে হবে।" এদিন গুপ্তিপাড়ার নলেন গুড়ের রসগোল্লা চেখে দেখেন লয়েড। বাংলার মিষ্টি দেখে অবাক কিংবদন্তি। প্রশ্ন, "এটা কি পটেটো?" 
  • Link to this news (আজকাল)