• সরকারি বিধিনিষেধ, ভারত ন্যায় যাত্রার স্থান পরিবর্তন করল কংগ্রেস...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হবে কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা। তার আগে যাত্রা শুরুর স্থান পরিবর্তনের ঘোষণা করল কংগ্রেস। ইম্ফলের হাপ্তা কাংজেইবুং থেকে শুরু হওয়ার কথা ছিল ভারত ন্যায় যাত্রা। তার বদলে রাহুল গান্ধী যাত্রা শুরু করবেন থৌবাল জেলার খংজোম গ্রাম থেকে। মণিপুরের কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, রাহুল গান্ধীর এই যাত্রায় ভয় পেয়েছে সরকার। যে কারণে স্থান পরিবর্তনের চেষ্টা। যাত্রার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স না দেওয়ার কয়েকদিন পর রাজ্য সরকার গত ১০ জানুয়ারি কংগ্রেসকে কিছু শর্তের সঙ্গে সমাবেশ করার অনুমতি দেয় । মণিপুরের যুগ্ম সচিব, স্বরাষ্ট্র, ইম্ফল পূর্ব জেলার ম্যাজিস্ট্রেটকে শুধুমাত্র সীমিত সংখ্যক অংশগ্রহণকারীদের সঙ্গে যাত্রার অনুমতি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রার পর এবার ১১০টি জেলার মধ্যে দিয়ে ৬৬ দিনে ভারত ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। আগামী ২০ মার্চ এই যাত্রা শেষ হবে মুম্বইয়ে।
  • Link to this news (আজকাল)