• গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০৯, মৃত ৩
    দৈনিক স্টেটসম্যান | ১৩ জানুয়ারি ২০২৪
  • নিউ দিল্লি, ১২ জানুয়ারি: ভারতে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। ফলে নতুন করে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনিক মহলে। গত ২৪ ঘন্টায় দেশে ৬০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে কর্নাটকে ২৪০ জন, মহারাষ্ট্রে ১৪৪ জন এবং ৭২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন ব্যক্তি। আজ, শুক্রবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৫০ লক্ষ ২০ হাজার ৯৪২ জন। এর মধ্যে জেএন-১ ভ্যারিয়েন্টও অন্তর্ভুক্ত রয়েছে।
    গত ২৪ ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও তিন জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন কেরালায় এবং ১ জন কর্নাটকে মারা গেছেন। ফলে দেশজুড়ে এপর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩৩ হাজার ৪১২ জন।
    অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশে ৬৬০ জন রোগী সুস্থ হয়েছেন। যার ফলে এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৪ লক্ষ ৮৪ হাজার ১৬২ জন। পাশাপাশি, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)