• Leopard: ভয়াল পায়ের ছাপ! হিংস্র প্রাণীর আতঙ্কে ঘুম উড়েছে নিউটাউনের
    ২৪ ঘন্টা | ১৩ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আতঙ্কে দিন কাটছে নিউটাউনবাসীর। নেপথ্যে এক চিতাবাঘ। তার দাপটেই নাকি প্রায় ঘুম উড়েছে পাড়ার। গর্জন তো শোনা যায়ই, এমনকী পায়ের ছাপও দেখতে পাওয়া গিয়েছে এলাকায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরকে। বাঘ ধরার খাঁচা পাতা হলেও তার দেখা নেই। ফলে তীব্র আতঙ্কে আলিপুরদুয়ারের নিউটাউন দূর্গাবাড়ি এলাকা। বন দফতরের লোকজন এলেও বাঘের ব্যাপারে তাঁরা নিশ্চিত হতে পারেননি। 

    তবে বাঘ ধরার খাঁচা পাতার সঙ্গে সঙ্গে এলাকাতে ক্যামেরাও বসিয়েছে বন দফতর। সারাক্ষণ পরিস্থিতির উপর নজরও রাখছেন তাঁরা। বন দফতরের আধিকারিক জানিয়েছেন, আতঙ্কে কেউ কেউ বাঘ বললেও, কেউ আবার হায়নাও বলছে। আসলে কী সেটা বোঝার জন্য ক্যামেরা লাগানো হয়েছে। ধরার জন্য খাঁচাও বানানো হয়েছে। তিনি আরও বলেন, দিনরাত পাহাড়া দেওয়া হচ্ছে। সেরকম কিছু থাকলে আশা করছি ধরা পড়বে। তবে পায়ের ছাপ পাওয়া গিয়েছে। কিছুদিন আগেও আলিপুরদুয়ারের বীরপাড়া চা বাগান থেকে উদ্ধার হয় এক শিশুর আধখাওয়া মৃতদেহ। মৃতদেহের চেহারা দেখে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ওই শিশুটিকে চিতাবাঘ খুবলে খেয়েছে বলে সুনিশ্চিত করেছেন বীরপাড়া থানার পুলিস ও স্থানীয় লোকজন। বন দফতরের তরফে জানানো হয়েছে, এলাকায় নজরদারি চালানো হচ্ছে। যদিও এখনও চিতাবাঘটি ধরা সম্ভব হয়নি। অন্যদিকে, কিছুদিন আগে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইবিল চা-বাগান থেকে ফের একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার করা হল। মঙ্গলবার সকালে আইবিল চা-বাগানের কর্মীরা বাগানের মেন ডিভিশনের ১৬ নম্বর সেকশনের একটি নালায় চিতাবাঘটির মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর জানাজানি হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।
  • Link to this news (২৪ ঘন্টা)