• Rainfall Forecast : শীত ক্ষণিকের অতিথি! ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • পৌষ সংক্রান্তির আগেই কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এক রাতে তিন ডিগ্রি কমল তাপমাত্রার পারদ। রাজ্যজুড়েই শীতের আমেজ। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ মকরডুব দেওয়া সম্ভব হবে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে। তবে এরই মধ্যে ফের একবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী সপ্তাহের বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।কলকাতার তাপমাত্রা সেভাবে না কমায় হা পিত্যেশ করছে শহরবাসী। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ।আপাতত শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় অনেকটাই কমবে।শুক্রবার কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমানে। শনিবার থেকে ঘন কুয়াশার দাপট কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে জেলায় জেলায়। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে। পৌষ সংক্রান্তির আগে তাপমাত্রা কমবে। অর্থাৎ শীত উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। আগামী দুদিন তাপমাত্রা ক্রমশ কমবে। বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।সোমবার থেকে বুধবারের মধ্যে দার্জিলিঙে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিঙে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়বে দার্জিলিঙের পার্বত্য এলাকায়।ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দার্জিলিং, কালিম্পঙে দেখা যাবে হালকা থেকে মাঝারি কুয়াশা। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে থাকবে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট। বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে।দক্ষিণ ভারত থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর বিদায় পর্ব শুরু হতে চলেছে ১৫ জানুয়ারি। মাঘ মাসের শুরুতে বর্ষার বিদায় পর্ব শুরু হতে চলেছে দক্ষিণ ভারত থেকে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী মঙ্গলবার প্রবেশ করতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)