• Anurag Thakur : 'সারা দেশে যা হয় না, তা বাংলায় হয়!' রাজ্যকে নিশানা অনুরাগ ঠাকুরের
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • 'বাংলায় আইন-শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি, সারা দেশে যা হয় না, তা হয় বাংলায়, বাংলায় তোষণের রাজনীতি চলছে। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গ সরকার। স্বামীজির জন্মদিনে বাংলার তরুণদের যুব উৎসবে অংশ নিতে বাধা', বাংলার এসে রাজ্য সরকারকে এই ভাবেই নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।সম্প্রতি সন্দেশখালির ঘটনায় উত্তার লহয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা। ঘটনার পর থেকে বেপাত্তা তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে যান ইডির কর্তারা। শাহজাহনের বাডিতে বেশ কয়েকবার ডাকাডাকিও করা হয়। যদিও কোনও সাড়া পাওয়া যায়নি। এদিকে ইডি আধিকারিকদের উফস্থিতির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন শেখ শাহজাহানের অনুগামীরা। প্রথমে ইডি আধিকারিকদের সঙ্গে বচসা শুরু হয় শাহজাহানের অনুগামীদের। এরপরেই ইডি আধিকারিদের ওপরে চড়াও হন শাহজাহানের অনুগামীরা।বিস্তারিত আসছে....রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)