• Covid JN 1 Variant : বঙ্গে বাড়ছে করোনা, পাল্লা দিচ্ছে JN1 ভ্যারিয়েন্টও
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • আগে মিলেছিল দুটো। মিললো আরও ছ'টি। ফলে বঙ্গে এখন করোনার নবতম রূপ জেএন.১ ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললো ৮টি নমুনায়। ইতিমধ্যেই সারা দেশের ১৬টি রাজ্যে মোট ৯২৪টি জেএন.১ মিলেছে। সেই তুলনায় এখনও এ রাজ্যে সংখ্যাটা তেমন বেশি নয়। তবে ধীরে হলেও যে হারে কোভিড ফের মাথাচাড়া দিয়েছে, তাতে জেএন.১ বাড়বে বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।নববর্ষের প্রথম কয়েকটা দিন রাজ্যে যেখানে ১০-১৫ জনের বেশি সংখ্যায় নমুনা পজ়িটিভ আসছিল না, সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখন সংখ্যাটা ৪৭। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৯৩। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এখন টেস্ট বেড়েছে এবং সংক্রমণের নেপথ্যে অতিসংক্রামক জেএন.১ সাব-ভ্যারিয়েন্টের ভূমিকা রয়েছে, তাই আগামী দু'-তিন সপ্তাহ কোভিড হয়তো আরও কিছুটা বাড়বে। তবে সংক্রমণের জেরে বাড়াবাড়ি অসুস্থ হওয়ার আশঙ্কা কম।রাজ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁইছুঁই এবং অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ৩০০-র আশপাশে ঘোরাফেরা করায় সারা দেশের মধ্যে এই দুই মাপকাঠির হিসেবে বাংলার অবস্থান এখন চতুর্থ। দৈনিক আক্রান্ত গত ২৪ ঘণ্টায় বাংলার চেয়ে বেশি দেখা গিয়েছে একমাত্র কর্নাটক (২৪০), মহারাষ্ট্র (১৪৪) ও কেরালায় (৭২)। অ্যাক্টিভ রোগীর সংখ্যাতেও বাংলার অবস্থান কর্নাটক (৯৯৩), মহারাষ্ট্র (৮২৪) ও কেরালার (৫৪৬) পরেই।জেএন.১ উপপ্রজাতির অস্তিত্বও ওই রাজ্যগুলিতে ঢের বেশি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি জেএন.১ মিলেছে কর্নাটক (২১৪), মহারাষ্ট্র (১৭০), কেরালা (১৫৪), গুজরাট (৭৬) ও গোয়াতে (৬৬)। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কেরালায়া যেমন করোনা এই পর্বে মাথাচাড়া দিয়েছিল বাংলার চেয়ে সপ্তাহ তিনেক আগে এবং এখন তার দাপট ক্রমাগত কমতেই থাকছে, দু'-তিন সপ্তাহ পরে বাংলাতেও তেমনই নিস্তেজ হয়ে পড়বে করোনা।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)