• দূরদর্শনের লাইভ অনুষ্ঠানের মাঝে আচমকাই সংজ্ঞাহীন, স্টুডিওতেই মৃত্যু জনপ্রিয় বিশেষজ্ঞের
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগেও কেউ কোনও অস্বাভাবিকতা বিন্দুমাত্র টের পাননি।। কিন্তু শেষটাই যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা ছিল ভাবনারও অতীত। লাইভ প্রোগাম সম্প্রচারিত হওয়ার সময় স্টুডিওতেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক কৃষি বিশেষজ্ঞ। শুক্রবার দূরদর্শনে একটি লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার সময় স্টুডিওতেই মৃত্যু হয় ওই কৃষি বিশেষজ্ঞের। লাইভ অনুষ্ঠান চলাকালীন কথোপকথোনের মাঝেই মৃত্যু হয় বিশেষজ্ঞের।প্রয়াত কৃষি বিশেষজ্ঞ ড.অ্যানি এস দাস (৫৯) কেরালা কৃষি বিশ্ববিদ্য়ালয়ের ডিরেক্টর ছিলেন। মাঝেমধ্যে সরকারি টেলিভিশন চ্য়ানেল দূরদর্শনে লাইভ অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকতেন, এমনটাই খবর চ্যানেল সূত্রে। শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ দূরদর্শনে কৃষি দর্শন প্রোগাম চলাকালীন আচমকাই মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কৃষি বিশেষজ্ঞের আচমকা মৃত্য়ুতে নেমে এসেছে শোকের ছায়া।কোল্লাম জেলার কাদাক্কলের বাসিন্দা ছিলেন অ্য়ানিস। জৈব সম্পদ ও কৃষি পরিষেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেরালা লাইভস্টক ডেভেলপমেন্ট বোর্ড (KLDB), কেরালা ফিডস লিমিটেড ও অন্য়ান্য রাজ্য সরকারের একাধিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। InSC ইন্টারন্যাশনাল পাবলিশার্সের মতে, ড.দাস একজন সফল ব্যবস্থাপকের পাশাপাশি পশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। ভারতের মাংসজাত পণ্য়ের কার্যকারিতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনার জন্য় ও KLDB-এর উচ্চ প্রযুক্তিগত পশুসম্পদ খামার স্থাপনের জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়। ২০১২ সালে ইন্দিরা প্রিয়দর্শিনী পুরস্কার ও ২০০৯ সালে রাজীব গান্ধী শিরোমণি পুরস্কার প্রাপক ছিলেন।প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে 'গুড মর্নিং জে অ্যান্ড কে'-এর লাইভ 'টক শো' চলাকালীন মৃত্য়ু হয় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা যতীন্দ্রর। শ্রীনগরে দূরদর্শনের স্টুডিয়ো থেকে সঙ্গে সঙ্গে রীতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রীতার। লাইভ সম্প্রচারে উপস্থিত দূরদর্শনের এক কর্মী জানিয়েছিলেন, অনুষ্ঠানে কথা বলার সময় হার্ট অ্যাটাক হয় রীতার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তার আগেই মৃত্যু হয় রীতার। জম্মু ও কাশ্মীরের অ্যাকাডেমি অব আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ়েস-এর প্রাক্তন সচিব ছিলেন রীতা। এছাড়াও তিনি একাধারে ছিলেন শিল্পী, লেখক ও সমাজকর্মী। রীতা ডোগরি ভাষায় তাঁর গবেষণামূলক কাজকর্মের জন্যও খ্যাতিলাভ করেছিলেন।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)