• Ram Mandir Ayodhya : রাম মন্দিরের সঙ্গে বিশেষ যোগসূত্র মা কালীর! অযোধ্যা মহোৎসবের আগে রহস্য ফাঁস ধর্মগুরুর
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে নির্মীয়মাণ রাম মন্দিরের। উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে বইছে ধর্মীয় আবেগ। তারই মধ্যে প্রকাশ্যে এল নয়া মিথ। অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে তামিলনাড়ুর একটি কালী মন্দিরের যোগসূত্রের কথা জানালেন ধর্মগুরু রবিশংকর।কী দাবি ধর্মগুরু রবিশংকরের?ঘটনার সূত্রপাত ২০০২ সালে। ধর্মগুরু রবিশংকর জানিয়েছেন, ওই বছর গ্রীষ্মকালে তাঁর বেঙ্গালুরুর আশ্রমে এসেছিলেন তৎকালীন বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট অশোক সিঙ্ঘল। তার আগে তৎকালীন কাঞ্চির শঙ্করাচার্য শ্রী জয়েন্দ্র সরস্বতীর সঙ্গে রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ নিয়ে বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠেক মুসলিম প্রতিনিধিরাও ছিলেন। যদিও কাঞ্চির শঙ্করাচার্যের সঙ্গে সেই বৈঠক ব্যর্থ হয়েছিল বলে জানিয়েছেন রবিশংকর। ধর্মগুরু জানিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষেদের প্রেসিডেন্ট চেয়েছিলেন রাম মন্দির নির্মাণে সক্রিয় উদ্যোগ নিক তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।অটলবিহারীর সঙ্গে বৈঠক রবিশংকরেরধর্মগুরু রবিশংকর আরও জানিয়েছেন, রাম জন্মভূমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী বাজেপেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাঁর দাবি, সেই সময় সমস্যা সমাধানে তৎকালীন প্রধানমন্ত্রী তাঁকে বাবরি কমিটির সঙ্গে আলোচনায় বসতে বলেছিলেন।রাম মন্দির নিয়ে আশার আলোবাজপেয়ীর সঙ্গে সাক্ষাতের সময় অশোক সিঙ্ঘল তাঁর সঙ্গে ছিলেন না বলে জানিয়েছেন রবিশংকর। তখন বিশ্ব হিন্দু পরিষদ প্রেসিডেন্ট রাম মন্দিরের দাবিতে অযোধ্যায় অনশনে বসেছিলেন। এরপরেই সিঙ্ঘল বেঙ্গালুরু আশ্রমে ছুটে আসার পাশাপাশি রাম জন্মভূমি সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাজপেয়ীকে আইন প্রণয়নের আবেদন জানাতে অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন ধর্মগুরু। সেই সঙ্গে জীবদ্দশনায় তিনি রাম মন্দির দেখে যেতে পারবেন কি না, তা নিয়েও সিঙ্ঘল উদ্বেগ প্রকাশ করেছিলেন।ধ্যানের সময় কী ঘটে?বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট চলে যাওয়ার পরের দিন সকালে ধ্যানে বসেছিলেন ধর্মগুরু রবিশংকর। ধ্যানে তিনি একটি জরাজীর্ণ কালী মন্দির এবং পুকুর দেখতে পেয়েছিলেন বলে দাবি করেছেন। প্রথমে গুরুত্ব না দিলেও, আসল রহস্য প্রকাশ্যে আসে কয়েকদিন পর। তামিলনাড়ুর এক প্রবীণ জ্যোতিষী রবিশংকরের কাছে এসেছিলেন। তাঁকে একটি তালপাতা দিয়েছিলেন ওই জ্যোতিষী। আর সেই তালপাতায় দেখা গিয়েছিল ধ্যানে চাক্ষুষ করা কালী মন্দিরটি। আর সেটি ছিল রামের পারিবারিক দেবতার। রাম মন্দিরের সঙ্গে সেই কালী মন্দিরের একটা সম্পর্ক রয়েছে বলে ধারণা ধর্মগুরু রবিশংকরের।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)