• INDIA Bloc Virtual Meet : হঠাৎ বৈঠকে ইন্ডিয়া জোট, আমন্ত্রণ পেলেও থাকছেন না মমতা
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • 'ইন্ডিয়া' জোটের সিট শেয়ারিং নিয়ে তৃণমূলের দেওয়া ডেডলাইন মিস করেছে কংগ্রেস। বাংলায় বাম না তৃণমূল কার হাত ধরবে কংগ্রেস, তা নিয়ে এখনও রা কাড়েননি সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। অধীর চৌধুরীরা আবার নিয়ম করে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানাচ্ছেন। এই পরিস্থিতিতে আজ, শনিবার হঠাৎই 'ইন্ডিয়া' শিবিরের বিভিন্ন দলের শীর্ষ নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছে কংগ্রেস। কিন্তু এই মিটিংকে ঘিরেও কি খানিকটা ঠান্ডা লড়াই শুরু হলো কংগ্রেস-তৃণমূলের মধ্যে? সূত্রের দাবি, আজ সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল বৈঠক হবে বলে জানিয়ে শুক্রবার বিকেলে কংগ্রেসের তরফে শরিক দলগুলির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। একেবারে শেষ মুহূর্তে কোনও পূর্ব আলোচনা ছাড়াই বৈঠকের আমন্ত্রণ পেলেও তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে-দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ততার কারণে মিটিংয়ে উপস্থিত থাকতে পারছেন না। আগামী সপ্তাহে শরিক দলগুলির সুপ্রিমোদের সঙ্গে আলোচনা করে সবার সুবিধামতো একটি বিকল্প দিনে বৈঠক করার কথাও বলা হয় জোড়াফুলের তরফে। যদিও সূত্রের খবর, কংগ্রেস এই অনুরোধে সায় দেয়নি। ফলে আজই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টায় বৈঠক হতে চলেছে। গোটা ঘটনাপ্রবাহের পরে ফের একবার প্রশ্নচিহ্নের সামনে তৃণমূল ও কংগ্রেসের দ্বিপাক্ষিক সম্পর্ক-এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ তৃণমূল নেতৃত্ব এরপরেও অবশ্য প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হাঁটেননি। তাঁরা এই বার্তাই দিতে চাইছেন, তৃণমূল জোটবদ্ধ হয়ে লড়াইয়ে আন্তরিক। দলের এক প্রবীণ নেতা বলেন, 'এখন কংগ্রেস হাইকম্যান্ড প্রকাশ্যে কী বার্তা দেন, তার ভিত্তিতেই আমরা মন্তব্য করব।'হঠাৎ ডাকা এই বৈঠকের অ্যাজেন্ডা কী?তৃণমূল নেতৃত্বের দাবি, মিটিং ডাকার সময়ে তার অ্যাজেন্ডার কথা বলা হয়নি। যদিও বর্ষীয়ান কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এদিন রাতে এক্স প্ল্যাটফর্মে লেখেন, 'এই বৈঠকে ইন্ডিয়ার নেতৃত্ব সিট শেয়ারিং নিয়ে যে আলোচনা শুরু করেছেন-তার রিভিউ করবেন। পাশাপাশি রবিবার ইম্ফলের কাছে থৌবল থেকে শুরু হতে চলা ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতেও পর্যালোচনা হবে।' পোস্টের শেষে জয়রাম লেখেন, 'বদলেগা ভারত, জিতেগা ইন্ডিয়া!'তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই বৈঠকে অংশ না-নেওয়ার কোনও কারণ নেই। কিন্তু এরজন্য আগে একবার আলোচনা কেন করা হলো না? এদিন কংগ্রেসের তরফে তৃণমূল সুপ্রিমোকে এই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য জোড়াফুল শিবিরের সমন্বয়কারীকে ফোন করা হয় বিকেল পাঁচটায়৷ মাত্র ১৬ ঘণ্টার নোটিসে ডাকা এই মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না বলে তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা করে জানিয়ে দেন তৃণমূল প্রতিনিধি৷ জোড়াফুল নেতৃত্বের যুক্তি, আগামী সপ্তাহেও তো সবার সুবিধামতো একটা বিকল্প সময় বের করা যেত। তবে এই অনুরোধ রক্ষা করেনি কংগ্রেস।এই আবহে আসন ভাগাভাগির ফর্মুলা নিয়ে তৃণমূলের অবস্থান কী হবে?নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক বর্ষীয়ান সাংসদের দাবি, 'আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব মুক্ত হৃদয় নিয়ে৷ কারণ, আমরা ইন্ডিয়া জোটের প্রতি দায়বদ্ধ৷ এখন ওঁরা কী করবেন, সেটা ওঁদের ব্যাপার৷'রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)