• শ্রিংলাই কি দার্জিলিঙের প্রার্থী, কৌতূহল পাহাড়ে
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • দেশের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়ে কৌতুহল বাড়ছে পাহাড়ে। আদতে মুম্বইয়ের বাসিন্দা হলেও অবসর নেওয়ার পরে তিনি গত কয়েক মাস ধরে ঘন ঘন দার্জিলিংয়ে আসছেন। নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। শুক্রবার তিনি শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে দুঃস্থদের কম্বল, ছোট ছেলেমেয়েদের মধ্যে ফুটবল বিলি করেন। বৃহস্পতিবার তিনি শিলিগুড়ি কলেজ পাড়া এবং হিলকার্ট রোডে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। চায়ে পে চর্চা’য় অংশ নেন।জি-২০ সম্মেলনে পাহাড়ে তিনিই ছিলেন কোঅর্ডিনেটর। তখন ঘন ঘন পাহাড়ে এসেছেন। তার পরেও গত কয়েক মাস ধরে দার্জিলিংয়ে নানা সামাজিক অনুষ্ঠানেও অংশ নেন। এসব মিলিয়েই তিনি আগামী লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন বিদেশ সচিব অবশ্য ‘এসব নিছক গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।প্রতিবারই পাহাড়ে সহযোগী দলগুলির আপত্তির জেরে বিজেপি প্রার্থী বদল করে। এ বার বিমল গুরুংরাই যে কেবল দার্জিলিংয়ের সাংসদকে নিয়ে ক্ষুব্ধ তা নয়, খোদ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাও হুঙ্কার দিয়েছেন, স্থানীয় প্রার্থীকে টিকিট দেওয়া না-হলে তিনি নিজেই এ বার দার্জিলিং লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেবেন।সরাসরি রাজনীতির কথা না-বললেও হর্ষবর্ধন শ্রিংলাও কিন্তু যে কোনও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি এই এলাকারই লোক। দার্জিলিং ও শিলিগুড়িতে তাঁর শৈশব কেটেছে। ফলে দুইয়ে দুইয়ে চার মেলাতে কষ্ট হচ্ছে না পাহাড়ের আমজনতার।পাহাড়ের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে বিজেপিকে এই আসনটি পুনর্দখল করতে হলে নতুন প্রার্থী দরকার বলে মনে করছেন দলের একটি অংশ। সেই কারণে সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রিংলাকে পাহাড় ও শিলিগুড়ির বাসিন্দাদের সঙ্গে পরিচিত করাতে আগ্রহী আরএসএস এবং বিজেপির একটি অংশ।তাঁরাই এই সমস্ত সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছেন। এই ব্যাপারে আশ্চর্যরকম ভাবে মুখে কুলুপ এঁটেছেন বিজেপির পাহাড় ও শিলিগুড়ির নেতৃত্ব।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)