• ‘সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতির প্রয়োজন’, ফের বার্তা অমর্ত্য সেনের
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৪
  • 'যে কোনও মূল্যে ধর্মনিরপেক্ষতা রক্ষা করা কর্তব্য', রামমন্দির উদ্বোধনের প্রাককালে এমনই মন্তব্য করতে শোনা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কণ্ঠে। বর্তমানে তিনি বিদেশে আছেন। তিনি বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে একটি মেল করেন। আর সেখানেই একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ।তিনি লিখেছেন, 'বাংলার মূল ইস্যু ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়ানো। প্রয়োজনে প্রতিরোধ হোক। বাংলার ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি ছেড়ে বাংলায় নিরপেক্ষ রাজনীতির প্রয়োজন রয়েছে। যদি ধর্মনিরপেক্ষ রাজনীতি পরাজিত হয় সেক্ষেত্রে তা চরম ভুল হবে। বাংলার একতার চরিত্র কোনওভাবেই হারাতে দেওয়া যাবে না।'এই ইমেলে স্মৃতি রোমন্থন করেছেন তিনি। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, 'আমি আমার দাদু ক্ষিতিমোহন সেনের কথা চিন্তা করছিলাম। তিনি আমাকে বুঝিয়েছিলেন, হিন্দু এবং মুসলিম ঐক্যের বিষয়টি প্রাথমিকভাবে একে অপরকে সহ্য করা নয়। তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বটা একসঙ্গে কাজ করার।'দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তাঁর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্বভারতীয় অধ্যাপকদের একাংশ তাঁর এই বার্তার ব্যাখ্যাও করেছেন। তাঁদের কথায়, 'সাম্প্রদায়িকতার বিষয়টি সামনে রেখে যাতে সাধারণ মানুষের মধ্যে কোনও বিভেদ আনা না হয় তার পক্ষেই সওয়াল করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।'দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে আগামী ২২ তারিখ অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন করা হতে চলেছে। ১৫ তারিখ থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও রাজনৈতিকভাবে বিতর্ক তুঙ্গে উঠেছে রাম মন্দির উদ্বোধন নিয়ে।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাম মন্দির উদ্বোধন নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, 'আমি সেই উৎসবে বিশ্বাস করি যা সকলকে নিয়ে চলে। যা একতার কথা বলে।'রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আপনারা নির্বাচনের আগে গিমিক শো করছেন। তাতে কোনও আপত্তি নেই আমার। কিন্তু, অন্য কোনও সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা কারও কাজ নয়।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছিল ওয়াকিবহাল মহল।এদিকে লোকসভাও দোরগোড়ায়। তার আগে অমর্ত্য সেনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান?'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)