• মেরামতির কাজ চলবে ময়ূরাক্ষী সেতুতে, শনি থেকে সাত দিন বন্ধ থাকবে যান চলাচল ১৯ নভেম্বর ২০২২ ২২:৫৫
    আনন্দবাজার | ২০ নভেম্বর ২০২২
  • মুর্শিদাবাদের কান্দির বড়ঞায় ময়ূরাক্ষী সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। মেরামতির কাজের জন্য সম্পূর্ন বন্ধ করে দেওয়া হল যান চলাচল। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ওই সেতু দিয়ে কোনও গাড়িই চলবে না।

    কুলি থেকে ফুটিসাঁকো যেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু। তা বন্ধ হয়ে গেলে কান্দি, কুলির দিক থেকে কলকাতা এবং বীরভূমে যাওয়ার যাত্রীরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা। তবে প্রশাসন সূত্রে খবর, বিকল্প রুটের ব্যবস্থা করেই সেতু বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটিসাঁকো হয়ে কুলি, কান্দি, তারাপীঠগামী বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য রুটে। বাস চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে কান্দি-কাটোয়া রাজ্য সড়ক।

    ১৯৯৪ সালে এই সেতু উদ্বোধন করা হয়। কাগজেকলমে এর নাম ‘বিপ্লবী ননী সেতু’। রাজ্য সরকারের পূর্ত বিভাগ এই সেতুর দেখভাল করে। দীর্ঘদিন থেকেই সেতুর রাস্তা খারাপ ছিল। যার জেরে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছিল। তা নজরে রেখেই সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। জানানো হয়েছে, ২৭ নভেম্বর থেকে এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

  • Link to this news (আনন্দবাজার)