• গুজরাট ভোটের আগেই দেশের নয়া নির্বাচন কমিশনারের নাম ঘোষণা আইন মন্ত্রকের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২২
  • অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অরুণ গোয়েলকে শনিবার নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইন মন্ত্রকের তরফে বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ, ‘রাষ্ট্রপতি ১৯৯৫ সালের পাঞ্জাব ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস শ্রী অরুণ গোয়েলকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন।

    সুশীল চন্দ্র এই বছরের মে মাসে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে অবসর নেন। তাঁর ওই পদে বসেন রাজীব কুমার। আরেক নির্বাচন কমিশনার হলেন অনুপ চন্দ্র পাণ্ডে। গত পাঁচ মাস ধরে এঁরা দু’জনেই কমিশনের দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁদের সঙ্গে যোগ দেবেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অরুণ গোয়েল।

    দায়িত্ব পেয়েই গুজরাটের ভোটপর্ব সামলানোই হবে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের চ্যালেঞ্জ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)