• Football Adda: প্রাক্তনদের ফেভারিট ব্রাজিল, তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার পক্ষে সওয়াল 
    আজকাল | ২০ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: কাল থেকে শুরু কাতার বিশ্বকাপ।

    তার আগে শনিবার সন্ধেয় কলকাতা রোয়িং ক্লাবে বসেছিল বিশ্বকাপ নিয়ে একটি আলোচনা চক্র। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা। এই তালিকায় ছিলেন ভাস্কর গাঙ্গুলি, প্রদীপ চৌধুরী, গৌতম সরকার, বিদেশ বসু, কম্পটন দত্ত, সঞ্জয় সেন প্রমুখ। এছাড়াও ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি এবং ক্যালকাটা রোয়িং ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী। এবারের  বিশ্বকাপ অনেক তারকার শেষ বিশ্বকাপ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির তো বটেই, এমনকী নেইমারেরও শেষ বিশ্বকাপ হতে পারে। কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখছে না প্রাক্তনরা।‌ বাংলার প্রাক্তন ফুটবলারদের ফেভারিট ব্রাজিল। জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, বেলজিয়ামকেও খুব বেশি পিছিয়ে রাখছেন না প্রাক্তনরা। বিশ্বকাপ থেকে সাদিও মানে ছিটকে গেলেও অনেকের কাছেই এখনও সেনেগাল কালো ঘোড়া। কাতার বিশ্বকাপ নিয়ে আলোচনা চক্রে হাজির হয়ে ভারতীয় ফুটবল নিয়েও আলোচনায় সামিল হলেন বিশেষজ্ঞরা। দুই প্রধানে‌ হাতেগোনা বাঙালি ফুটবলার। কেন উঠে আসছে না বাঙালি ফুটবলার? এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে না পাওয়া গেলেও তার অন্যতম প্রধান কারণ গ্রাসরুট ডেভলপমেন্ট। প্রাক্তনদের মতে, এই কারণেই বাঙালি ফুটবলার উঠে আসছে না। বিভিন্ন টুর্নামেন্ট বন্ধ হওয়ার কারণেই বাংলার ফুটবলের অবনতি, এমনই ধারণা গৌতম সরকার, বিদেশ বসুর। 

    ছবি: অভিষেক চক্রবর্তী 
  • Link to this news (আজকাল)