• Team India: মাউন্ট মাউনগানুইয়ে মাওরি 'পাওহিরি' দিয়ে স্বাগত জানানো হল হার্দিকদের
    আজকাল | ২০ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ ভারতের।

    তার আগে মাউন্ট মাউনগানুইয়ে বিশেষ অভ্যর্থনা জানানো হয় হার্দিক পাণ্ডিয়াদের। কিউয়িদের আদিবাসী সম্প্রদায় মাওরি 'পাওহিরি' দিয়ে ভারতীয় দলকে স্বাগত জানায়। তাঁদের তালে তাল মেলাতে দেখা যায় হার্দিক, ঈশান কিষাণ, চাহালদের। বে ওভাল এরিয়ার মাওরি সম্প্রদায় এনগাই টুকাইরাঙ্গি এবং নাগাতি কুকু ভারতীয় দলের মনোরঞ্জন করে। এই অনুষ্ঠানে মূলত নাচ, গান হয়। বক্তব্য পেশ করাও হয়। শেষে হঙ্গি। অতিথিদের আপ্যায়ন জানানোর জন্য এইধরনের অনুষ্ঠান আয়োজন করে নিউজিল্যান্ডের ট্রাইবালরা। হার্দিক সহ টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটাররা এই সংক্ষিপ্ত অনুষ্ঠান উপভোগ করে। উল্লেখ্য, বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ ভেস্তে যায়। এক বলও হয়নি। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দুই দলেরই এটা প্রথম টুর্নামেন্ট। রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর ডেপুটি ঋষভ পন্থ। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি এবং কেএল রাহুলকেও। শুক্রবার রাতেই ছেঁটে ফেলা হয়েছে চেতন শর্মা সহ নির্বাচক কমিটিকে। এর থেকেই ইঙ্গিত মিলছে, টি-২০ ক্রিকেটে রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করে দেওয়া হতে পারে। 
  • Link to this news (আজকাল)