তাঁকে শুধুন নয়, তাঁর দল পিটিআই-কেও ভোটে লড়তে দেয়নি নওয়াজ শরিফের দল! অভিযোগ, পথের কাঁটা সরাতেই ভোটের ঠিক মুখে একাধিক মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। জেলবন্দি ইমরান কিন্তু তবু লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর দলের সমর্থন নিয়ে নিরপেক্ষ প্রার্থীরা কামাল করেছেন ভোটে। কাজের কাজ অবশ্য কিছু হয়নি তাতে।পিপিপি-র সঙ্গে জোট বেঁধে সরকার গড়তে তৈরি পিএমএল-এন। সব ঠিক থাকলে শেহবাজ় শরিফই ফের শপথ নেবেন। আর এই আবহে জেলে থেকে এবার ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে (আইএমএফ) চিঠি পাঠালেন ইমরান। পাকিস্তানকে নতুন লোন দেওয়ার আগে যেন নির্বাচনী ফলাফলের একটি অডিট করা হয়— চিঠিতে সেই দাবিই তুলেছেন পিটিআই-প্রধান।তিনি কি তা হলে পাকিস্তানকে আরও বিপদে ঠেলতে চাইছেন? পিটিআই-এর জবাব— দেশের যা অবস্থা, তাতে নতুন ঋণ মানে খাঁড়ার মতো। এই ঋণের টাকা ফেরত দেবে কে? সেটাই বড় প্রশ্ন ইমরানের কাছে। তবে সূত্রের খবর, ইমরানের আর্জিকে পাত্তাই দেয়নি আইএমএফ। পাক সংবাদমাধ্যম জিয়ো নিউজ়ের খবর, তারা পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে আইএমএফ।গোটা কর্মসূচিকে ‘পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করার স্বার্থে’ আইএমফের প্রচেষ্টার অংশ বলে জানিয়েছেন আইএমএফের ডিরেক্টর কমিউনিকেশন জুলি কোজ্যাক। এমনকী, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা কর্তৃপক্ষ বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকরা ইমরানের ইলেকশন অডিটের দাবি নিয়ে প্রশ্ন করল আইএমএফ কর্তা বলেন, ‘আমি পাকিস্তােনর রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কোনও মন্তব্য করব না।’