• ডাকাতি সেরে সাইকেলে চেপে হাওয়া, বদায়ুঁ গ্যাং কি উত্তর দিনাজপুরেও?
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • দিনে ফেরিওয়ালা, রাতে লুটেরা! আর অপারেশন সাকসেসফুল হতেই দু’চাকায় ভর করে গা ঢাকা দেওয়া। তবে কি কুখ্যাত বদায়ুঁ গ্যাং এবার উত্তর দিনাজপুরে?সম্প্রতি দাঁইহাটে একটি সোনার গয়নার শোরুমে ডাকাতির তদন্তে নেমে এই বদায়ুঁ গ্যাংয়ের কথা জানিয়েছিল পুলিশ। যে গ্যাং বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়ে বেশ সংগঠিত ভাবে অপারেশন সারে। প্রথমে কোথাও ঘাঁটি গেড়ে বাড়ি ভাড়া নেয়, দলে রাঁধুনিও থাকে। এরপর দিনের আলোয় ফেরিওয়ালার বেশে শহর-গঞ্জে ঘুরে ঘুরে রেকি চালায়।রাতের অন্ধকার ঘনিয়ে আসতেই মাথায় ফেটি, মুখে কাপড় বেঁধে অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পড়ে অপারেশনে। আর কাজ সারা হতেই সাইকেলে চেপে হাওয়া হয়ে যায় নিমেষে। শনিবার ভোরে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ায় একটি সোনার দোকানে লুটপাট চালিয়ে সাইকেলে চেপে পালানোর সময়ে পুলিশি তৎপরতায় বমাল ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী।ধৃত দু’জনেরই বাড়ি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার কদরচক থানা এলাকায়। শনিবার ইসলামপুর মহকুমা আদালত তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অপরাধ সংঘটিত হওয়ার মাত্র দু’ঘন্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে বমাল পাকড়াও করতে পারার ঘটনাকে বড়সড় সাফল্য বলেই মনে করছে পুলিশ মহল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৩টে নাগাদ পাঞ্জিপাড়া বাজার এলাকায় সোনার দোকানে হানা দেয় ৫ জনের দুষ্কৃতীদল। প্রত্যেকের মাথায় ও মুখে কাপড় বাঁধা ছিল। চার চাকার গাড়ি কিংবা নিদেনপক্ষে মোটরবাইকও নয়, দুষ্কৃতীরা এসেছিল বাইসাইকেলে চেপে। বাজারের নাইটগার্ডকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার পর তাঁর হাত-পা বেঁধে দেয় তারা।এরপর শাটার ভেঙে ওই সোনার দোকানে লুটপাট চালিয়ে সাইকেলে চেপেই চম্পট দেয়। ইতিমধ্যে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন এক সিভিক ভলান্টিয়ার। খবর পাওয়া মাত্র পাঞ্জিপাড়া ফাঁড়ি ও গোয়ালপোখর থানার পুলিশ দুষ্কৃতীদের ধরতে এলাকার সমস্ত রাস্তায় নাকা তল্লাশিতে ঝাঁপিয়ে পড়ে।মাত্র দু’ঘণ্টার তল্লাশিতেই ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে সাতভিটা গ্রামের রাস্তায় ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, পাঁচ দুষ্কৃতীদের মধ্যে দু’জনের টিকির দেখা না মিললেও, প্রথমে তিন দুষ্কৃতী হাতে আসে। সাধারণ মানুষের মতোই সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তারা। ভোরবেলা ওই তিনজনের পোশাক ও শরীরি ভাষা দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের পথ আটকাতেই তারা পালানোর চেষ্টা করে।এক দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও বাকি দু’জনকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম দীনেশ কুমার ও পর্বত সিং। দু’জনেরই বাড়ি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার কদরচক থানা এলাকার ভোজপুর গ্রামে। তাদের হেফাজত থেকে লুট হওয়া বেশ কিছু সোনার গয়না সমেত একটি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি এবং শাটার ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। এর পরেই ফের শোনা যায় উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংটির কথা!
  • Link to this news (এই সময়)