• West Bengal Weather Today : টানা মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি, ভ্যাপসা গরমে ভোগান্তি মার্চের শুরুতেই!
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার। মঙ্গলবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে এদিন বৃষ্টিপাত বাড়তে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত।কলকাতার তাপমাত্রা সামান্য নিম্নমুখী। রবিবার ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে তেলঙ্গনা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। পাশাপাশি তেলঙ্গনাতে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত।দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিন আংশিক মেঘলা থাকবে আকাশ। এদিন উপকূলের জেলা সহ বৃষ্টি কিছুটা জায়গায় বাড়তে পারে বৃষ্টি।রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। মঙ্গলবার ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সব হালকা থেকে মাঝার বৃষ্টিপাতের সম্ভাবনা।শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় রয়েছে দু'এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রাও ক্রমশ বাড়বে।এছাড়াও কেরালা ও দক্ষিণ ভারতের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে হতে পারে বৃষ্টিপাত।
  • Link to this news (এই সময়)