MGNREGA West Bengal : ১০০ দিনের কাজের টাকা ফেরতে খরচ ৩৭০০ কোটি, প্রাপকের সংখ্যা বেড়ে ৫০ লাখ
এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
অবশেষে একশো দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে প্রাপ্য অর্থ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, রাজ্যের ২১ লাখ ৪০ হাজার জব কার্ড হোল্ডারদের টাকা মেটাতে হবে রাজ্যকে। তবে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৫০ লাখ।কলকাতায় ধরনা মঞ্চ থেকে একশো দিনের প্রাপকদের টাকা মেটানোর ব্যাপারে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সরকারি ভাবে একশো দিনের কাজের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়। কিছুদিনের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে টাকা ফেরতের ব্যাপারে জানানো হয়। এরপরেই জেলায় জেলায় শুরু করা হয় প্রাপকদের নথি যাচাইয়ের কাজ।এরপরেই দেখা যায়, রাজ্যে আদতে একশো দিনের কাজের টাকা প্রাপকদের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ৫০ লাখ। সহায়তা শিবির থেকে উঠে আসে, শুধুমাত্র ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষ নয়, একেবারে ২০১৫-১৬ সাল থেকে নানান কারণে একাধিক একশো দিনের প্রাপকদের টাকা মেটানো হয়নি। যে কারণে সর্বসাকুল্যে প্রাপকদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ লাখ।রাজ্য সরকারের তরফে জব কার্ড হোল্ডারদের টাকা ফেরতের জন্য মোট ৩৭০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। ওই টাকার মধ্যেই সর্বমোট ৫০ লাখ প্রাপককে তাঁদের অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ মেটানো সম্ভব। ২৬ ফেব্রুয়ারি থেকে এই অর্থ মেটানোর কাজ শুরু হচ্ছে। চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। ১ মার্চের মধ্যেই যাতে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা চলে যায়, সে ব্যাপারে প্রশাসনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ মেটাচ্ছে না বলে অভিযোগ তুলে আসছে রাজ্য সরকার। এই ইস্যু নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে এসেছে রাজ্যের শাসক দল। কেন্দ্রীয় সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ধরনা কর্মসূচি শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেই ধরনা মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, জব কার্ড হোল্ডারদের টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে। পাশাপাশি, নতুন অর্থ বর্ষের বাজেটে একশো দিনের কাজের বদলে ৫০ দিনের কাজের একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ১ মার্চের মধ্যে অর্থ প্রাপকদের টাকা মেটানোর মাঝে আগামী ২৯ ফেব্রুয়ারি এবং ১ মার্চ উপকৃতদের নিয়ে সরকারি সভা করার ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হয়েছে।