• PM Modi Inaugurates Sudarshan Setu : ভেট দ্বারকায় সুদর্শন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, দীর্ঘতম কেবল ব্রিজ নির্মাণের খরচ জানেন?
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা নির্বাচনের আগে গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে তিনি উদ্বোধন করলেন ভেট দ্বারকার সুদর্শন সেতুর। এটিই দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। ওখা এবং ভেট দ্বারকাকে সংযুক্ত করেছে এটি।দেশের দীর্ঘতম কেবল ব্রিজঅভিনব ডিজাইনে গড়ে তোলা হয়েছে এই সুদর্শন সেতুটিকে। সেতুর মধ্যেই রয়েছে ফুটপাথ। ব্রিজের দু'পাশে রয়েছে ভগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি। ২.৩২ কিলোমিটার এই সুদর্শন সেতুর দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। এমন ধরণের অভিনব সেতু ভারতের আর কোনও অংশ নেই বলেই জানাচ্ছে প্রধানমন্ত্রীর দফতর। কেবলের মাধ্যমে ঝোলানো এই সেতুতে চার লেনের রাস্তা তৈরি করা রয়েছে। উপরে বসানো রয়েছে সোলার প্যানেল, যেখান থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে। এই সেতু দ্বারকা ও ভেট দ্বারকার মধ্যে যাতায়াতের সময়ও অনেকটা বাঁচবে। সুদর্শন সেতু তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হত। এই সমস্যা সমাধানেই তৈরি করা হয়েছে সেতুটি। দেবভূমি দ্বারকার অন্যতম পর্যটনস্থল হয়ে উঠবে এই সেতু। ২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই তিনি বলেছিলেন, এই সেতু পুরনো ও নতুন দ্বারকাকে সংযুক্ত করবে।সুদর্শন সেতুর নির্মাণ খরচ কত?ওখা মেনল্যান্ড থেকে ভেট দ্বারকাকে সংযুক্ত করছে এই সুদর্শন সেতু। ৯৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ব্রিজ। সুদর্শন সেতুটি ভেট দ্বারকার সিগনেচার ব্রিজ নামেই খ্যাত হবে। জেলা কালেক্টর জি টি পাণ্ড বলেন, 'দ্বারকা শহর থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে ওখা বন্দরের কাছে অবস্থিত ভেট দ্বারকা। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। বর্তমানে ভেট দ্বারকার এই মন্দিরে যাতায়াতের জন্য পুণ্যার্থীরা নৌকার ব্যবহার করেন। সেতুর উদ্বোধন হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে।'সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির দর্শনে পৌঁছবেন। ভেট দ্বারকা মন্দিরের পুরোহিত জিগনেশ জোশী বলেন, 'দ্বারকা মন্দির দর্শনে এই প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে সুন্দর বিষয় হল, যে ব্রিজটি উদ্বোধন হচ্ছে সেটি ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্রের নামে নামাঙ্কিত। সকলেই এটি মনে রাখবে। আমরা মোদীজির কাছে কৃতজ্ঞ। ভাষায় বর্ণনা করতে পারছি না আমাদের উচ্ছ্বাস। সমস্ত পুরোহিতের তরফ থেকে প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা।'
  • Link to this news (এই সময়)