সন্দেশখালিতে নুসরতের 'দূত'? অন্তরালে থেকে খোঁজ সাংসদের!
এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
প্রায় দেড় মাস সময় অতিবাহিত। এখনও সন্দেশখালি তপ্ত। দিন দিন যেন বিক্ষোভ, রোষের আঁচ আরও বাড়ছে। তৃণমূল, বাম, বিজেপি-সমস্ত রাজনৈতিক দলগুলিই দফায় দফায় সন্দেশখালিতে যাচ্ছেন। পরিস্থিতি খতিয়ে দেখছেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। কিন্তু, পাঁচ বছর আগে যিনি সন্দেশখালি তথা বসিরহাটের সমস্ত বাসিন্দাদের ভরসা দিয়েছিলেন, আপদে-বিপদে পাশে থাকার, সেই নুসরত জাহান কই?সন্দেশখালিতে শনিবারও গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। কিন্তু, দেখা নেই নুসরত জাহানের। ভোটের প্রচারে সন্দেশখালিতে গিয়েছিলেন নুসরত। শেখ শাহজাহানের হুডখোলা জিপে তাঁকে প্রচারেও দেখা যায়। খুশি হয়েছিলেন এলাকার বাসিন্দারাও। তারকাদের নাগালে পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়। কিন্তু, সন্দেশখালি যখন বিতর্কের মধ্য গগনে, তখন কোথায় নুসরত?অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এই সময় ডিজিটাল। কিন্তু, তা সম্ভব হয়নি। তৃণমূলের যুব নেতা তথা নুসরতের সহযোগী শমীর রায় জানান, তিনি নিজে সন্দেশখালির পরিস্থিতির উপর নজর রাখছেন। ঘন ঘন আপডেট দিচ্ছেন নুসরতকে। প্রকাশ্যে না এসেও সন্দেশখালির পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন নুসরত জাহান, দাবি তাঁর।কিছুদিন আগেই এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জাহান বলেছিলেন, 'এই পরিস্থিতিতে উস্কানি দেওয়া বা অন্যদের উস্কানি থেকে বিরত রাখা উচিত এবং প্রশাসনকে কাজ করতে দেওয়া প্রয়োজন। আমি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এই নিয়ে রাজনীতি করা ঠিক নয়। আগুন নেভানো আমার কাজ। তাতে কোনওভাবেই ইন্ধন দেওয়া নয়।'এদিকে নুসরত জাহানের সোশ্যাল মিডিয়াতেও কোথাও সন্দেশখালির প্রসঙ্গ উল্লেখ নেই। সেখানে তিনি ছবির প্রোমোশন করছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের প্রশ্ন, সচেতনভাবেই কি তিনি সন্দেশখালি প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন?Brinda Karat On Sandeshkhali Visit: 'সন্দেশখালির মেয়েরা ডেকেছে, ওদের কথা শুনতে যাচ্ছি', বললেন বৃন্দা করাতএই প্রসঙ্গে তৃণমূলের যুব নেতা তথা নুসরতের সহযোগী শমীক রায় বলেন, ‘দিদি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমরাও পরিস্থিতির উপর নজর রাখছি এবং আপডেট দিচ্ছি। ১৪৪ ধারা জারি থাকাকালীন আমরা যাইনি। কারণ সরকার যা যা পদক্ষেপ করা উচিৎ করছে। তা মান্য করা সকলের দায়িত্ব। যেখানে যেখানে ১৪৪ উঠেছে আমরা গিয়েছি।’তাঁর দাবি অনুযায়ী, প্রশাসন এবং দলীয় কর্মীদের মারফত পরিস্থিতির উপর নজর রাখছেন নুসরত। এদিকে রাজনৈতিক মহলের একাংশ এক্ষেত্রে ভোট অংক কষছেন। তাঁদের কথায়, নুসরত লোকসভা নির্বাচনে টিকিট পাবেন কিনা, তা নিয়ে একটা প্রশ্ন রয়েইছে। পাশাপাশি ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতের নাম জড়ানোর পর থেকে সেভাবে রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ তাঁকে দেখা যায়নি।বিষয়টি নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের কণ্ঠেও। BJP সাংসদ দিলীপ ঘোষ নুসরতকে তীব্র কটাক্ষ করে বলেন, 'সন্দেশখালিতে মহিলারা অত্যাচারিত হয়েছেন, এদিকে সাংসদ ডগ ডে, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ব্যস্ত।'