• Live : সন্দেশখালির পথে বাধা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • সন্দেশখালি যাওয়ার পথে এবার বাধাপ্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাধা দিল পুলিশ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালির পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।>সন্দেশখালির ঘটনায় এবার গ্রেফতার আইএসএফ নেত্রী আয়েশা বিবি। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ আইএসএফ-এর।>'সন্দেশখালিতে শাহজাহানের অত্যাচারের কথা সবাই জানলেও নাম শোনেননি পার্থ ভৌমিক? দিনের পর দিন মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের সারাদেশে গাড়ি গাড়ি করে পাঠিয়েছে। নদী বাঁধের টাকা, আয়লার টাকা, গরু পাচার করে টাকা লুট করেছে', মন্তব্য দিলীপ ঘোষের।এখনও সরগরম উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। শনিবারও দফায় দফায় ছড়িয়েছে উত্তেজনা। ওই দিন একদিকে যেমন সন্দেশখালিতে যান রাজ্যের ২ মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক, তেমনই আবার পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে পৌঁছে যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। যদিও তাঁকে বাধা দেয় পুলিশ।এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। গ্রামবাসীদের অভিযোগ, অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। কিন্তু পার্থ ভৌমিকের দাবি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে একমাত্র এনফোর্সমেনট ডিরেক্টরেট। ইডি যেহেতু অভিযোগ দায়ের করেছে, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ না এলে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না। এদিন দুই মন্ত্রী একটি সভাও করেন। সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালির তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো। তাঁদের উপস্থিতিতেই শিবপ্রসাদ হাজরাকে সরিয়ে নতুন ব্লক সভাপতি করা হয় অজিত মাইতিকে। যদিও এই অজিত মাইতির বিরুদ্ধেও বহু জমি বাড়ি দখল ও টাকা পয়সা নেওয়ার অভিযোগ রয়েছে গ্রামের সাধারণ মানুষের। এদিকে এরই মধ্যে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে কাটপোল এলাকায়। সেখানে গ্রামবাসীরা তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে লিখিতভাবে জমা দিচ্ছেন। পুলিশ তাঁদের এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে।অন্য়দিকে এদিন কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে পৌঁছে যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। যদিও তাঁকে একটা সময় আটকে দেয় পুলিশ। এই প্রসঙ্গে পরে মীনাক্ষী বলেন, 'আজ প্রচুর মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে। আজকে যে সকল মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে, সেই সব অভিযোগ ২ তারিখ আমরা এসপি এবং ডিজির কাছে করব। আর সন্দেশখালি ওই পার্টি অফিস যেখানে রাত বারোটার সময় মহিলাদের ডাকা হত সেই পার্টি অফিসের ভবিষ্যৎ কী হবে সেটা সন্দেশখালির মানুষ ঠিক করবে।' তিনি আরও বলেন, 'সন্দেশখালিতে জমির চরিত্র কী করে বদলে যাচ্ছে তার কৈফিয়ত দিতে হবে বিএলআরওকে।'
  • Link to this news (এই সময়)