Ramadan 2024: মসজিদের মাইকে আজান সম্প্রচার নিষিদ্ধ! রমজানের আগে ঘোষণা সৌদি সরকারের
এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আগামী ১১ মার্চ থেকে শুরু হতে পারে রমজান মাস। চাঁদ দেখার সাপেক্ষে মুসলিমদের অন্যতম পবিত্র রমজান মাস শুরু হওয়া নির্ভর করে। তবে রমজানের আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বেশ কিছু নির্দেশনা জারি করেছে।নির্দেশনার অংশ হিসেবে মসজিদের ইমামদের মুসলিমদের জন্য ইফতারের তহবিল সংগ্রহে নিষেধাজ্ঞা। এছাড়া মুসলিমদের নমাজে যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য মসজিদে ক্যামেরা বসিয়ে নমাজ সম্প্রচার নিষিদ্ধ হয়েছে। ১১ মার্চ থেকে রমজান মাস শুরুর সম্ভাবনা। তার আগে সৌদি আরব কর্তৃপক্ষ একাধিক নির্দেশনা জারি করেছে। এই খবর শুক্রবার জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সব মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ইসলামিক কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় রমজান-সম্পর্কিত ব্যবস্থার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা জারি করেছে।মন্ত্রণালয়র নির্দেশে বলা হয়েছে, রমজানে সূর্যাস্তের সময় পরিবেশিত ইফতারের খাবার মসজিদের ভিতরে নিয়ে যাওয়া যাবে না বা পরিবেশন করা যাবে না। মসজিদ পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ। সেই কারণে মুসলিমদের মসজিদ চত্বরের নির্ধারিত স্থানে মুসলিমদের ইফতার গ্রহণ করতে নির্দেশ।নমাজের সময় মুসলিমদের ছবি তোলা বা নমাজের সরাসরি সম্প্রচারে জন্য মসজিদের অন্দরে ক্যামেরা লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুসলিমদের নমাজ পড়াতে যাতে কোনও বিঘ্ন না ঘটে সেই কারণে দেশটির মন্ত্রণালয়ের তরফে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য় মাধ্য়মে নিষিদ্ধ করা হয়েছে নমাজের প্রচার ও সরাসরি সম্প্রচার। আলাদা নির্দেশা দেওয়া হয়েছে মুয়াজ্জিনদের জন্যও। বলা হয়েছে সৌদির ক্যালেন্ডার উম্ম আল কুরায় নির্ধারিত নমাজের সময় ও আজানের মাঝে বিরতি মেনে চলতে হবে মুয়াজ্জিনদের।রমজানের সময় ফজর ও মারগিবের আজান এবং নমাজ শুরুর সময়ের মধ্য়ে ব্যবধান রাখতে হবে ১০ মিনিটের। মুসলমানদের সুবিধার্থে আজান ও নমাজ শুরুর এই সময় মেনে চলতে বলা হয়েছে মুয়াজ্জিনদের। পাশাপাশি ইমামদের তারাবীহ, নফল নমাজ, বিশেষ করে রোজা রাখার নিয়ম এবং পবিত্র রমজান মাসের ফজিলত ও খুতবা যাতে খুব বেশিক্ষণ না চলে অর্থাৎ দীর্ঘায়িত না হয় তার জন্য়ও দেওয়া হয়েছে পরামর্শ।প্রসঙ্গত, আরবি বর্ষপঞ্জি অনুসারে শাবান মাসের পরেই আসে রমজান মাস। পবিত্র শবে বরাত তাই মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের রাত থেকে রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় পুরোদমে।