• Narendra Modi Scuba Diving : লাক্ষাদ্বীপে স্নরকেলিংয়ের পর দ্বারকায় স্কুবা ডাইভিং, সমুদ্রের নীচে কৃষ্ণের নগরীতে প্রার্থনা মোদীর
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • লাক্ষাদ্বীপে স্নরকেলিংয়ের পর এবার দ্বারকায় স্কুবা ডাইভিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর গুজরাট সফরের প্রথম দিন দেশবাসীকে ফের চমকে দিলেন। ৭৩ বছরের নমোকে এদিন দেখা গেল স্কুবা ডাইভ করতে।গুজরাটের দ্বারকা উপকূলে আরব সাগরে স্কুবা ডাইভিং করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কমলা রঙের পাঞ্জাবি পড়ে এই রোমাঞ্চকর অভিযানে নামেন নরেন্দ্র মোদী। এদিন প্রথমে ভেট দ্বারকায় দেশের দীর্ঘতম কেবল ব্রিজ সুদর্শন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে পৌঁছন দ্বারকাধীশ মন্দিরে। এরপর একটি বোটে চেপে পাঞ্চকুনি সি বিচে যান তিনি। সেখানেই ডিপ ওয়াটার স্কুবা ডাইভিং করলেন নরেন্দ্র মোদী।দ্বারকার যে প্রাগৈতিহাসিক শহর সমুদ্রের নীচে তলিয়ে গিয়েছিল, সেই স্থানে পৌঁছন নরেন্দ্র মোদী। প্রার্থনাও করেন কিছুক্ষণ। দেশের আধ্যাত্মিক এবং ঐতিহাসিক সংযোগের মেলবন্ধন উপলব্ধি করার জন্যই তাঁর এই রোমাঞ্চকর অভিযান বলে জানা গিয়েছে। এদিন তাঁর অভিযানের সময় সঙ্গে ছিলেন ট্রেনার এবং নৌসেনার জওয়ানরা।দ্বারকা বরাবরই ধর্মীয় নগরী হিসেবে চিহ্নিত। তবে ধীরে ধীরে এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। এখন এই শহরে পর্যটকদের জন্য স্কুবা ডাইভিং অন্যতম আগ্রহের বিষয়বস্তু। নরেন্দ্র মোদী নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'জলের তলায় ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করার অভিজ্ঞতা দৈবিক ছিল। একটি আধ্যাত্মিক অনুভূতি হল। শ্বাশত শক্তি এবং প্রাচীন যুগের সান্নিধ্যে আসার এই অভিজ্ঞতা কোনওদিন ভুলব না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকলের মাথায় সর্বদা থাকুক।' তিনি বলেন, 'আমি গভীর সমুদ্রে গিয়েছিলাম। প্রাগৈতিহাসিক দ্বারগা নগরী দর্শন করেছি। পুরাতত্ত্ববিদেরা বহুবার এই নগরীর কথা উল্লেখ করেছেন। সমুদ্রের নীচে হারিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের নগরী চোখে দেখার সুযোগ পেলাম আজ। তিনি নিজে হাতে এই নগরী তৈরি করেছিলেন। অসাধারণ শিল্প স্থাপত্য ছিল। আমি দৈব অনুভূতি লাভ করেছি। দ্বারকাধীশের পায়ে নতজানু। আমি সঙ্গে করে একটি ময়ূরের পালক নিয়ে গিয়েছিলাম। ভগবানের চরণে সেটি রেখে এসেছি। বহুদিন থেকেই এই সমুদ্রের নীচের দ্বারকা নগরী দেখার ইচ্ছে ছিল মনে। আজ সেটি দর্শনের পর আবেগাপ্লুত হয়ে পড়ছি। দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণ হল আজ।'স্বর্গীয় অনুভূতি, দ্বারকাধীশের পায়ে নতজানুনরেন্দ্র মোদীসমুদ্রের নীচে হারিয়া যাওয়া দ্বারকা নগরীর অস্তিত্বের কথা সম্প্রতি জানিয়েছিল ভারত সরকারের মেরিন আর্কিওলজি বিভাগ। গুজরাট রাজ্যের সমুদ্রের গল্ফ অফ খামবাট থেকে সাত মাইল দূরে সন্ধান পাওয়া গিয়েছি পাশাপাশি দু'টো শহর যার আয়তন পাঁচ বর্গমাইল। সমুদ্রের তলায় ডুবে যাওয়া এই দ্বারকানগরী দেখার জন্য এবার সাবমেরিন ট্যুরিজম চালু করেছে গুজরাট সরকার।
  • Link to this news (এই সময়)