Mann Ki Baat : শীঘ্রই কার্যকরী লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি! ৩ মাস 'মন কি বাত' বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
তিন মাসের জন্য বন্ধ হচ্ছে 'মন কি বাত'। রবিবার সকালে নিজের এই রেডিয়ো শো বন্ধ হওয়ার কথা ঘোষণা করলে খোদ নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন জানান, লোকসভা নির্বাচনের জন্য খুব শীঘ্রই চালু হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। আর সে কারণেই আপাতত রেডিয়ো শো করবেন না তিনি। লোকসভা ভোট না মেটা পর্যন্ত 'মন কি বাত' সম্প্রচারিত হবে না।তিনমাস বন্ধ 'মন কি বাত''মন কি বাত' অনুষ্ঠানের ১১০তম এপিসোডে প্রধানমন্ত্রী বলেন, 'আগামী তিনমাস মন কি বাতের সম্প্রচার বন্ধ থাকবে। রাজনৈতিক মর্যাদা পালন করব তাই লোকসভা ভোট চলাকালীন মন কি বাত অনুষ্ঠান করব না। মন কি বাত অনুষ্ঠান স্থগিত থাকছে কিন্তু, দেশের মানুষের উপলব্ধি যেন না থামে।' তাঁর সংযোজন, 'এরপর মন কি বাতের ১১১তম এপিসোডের সম্প্রচার যখন হবে তা অত্যন্ত শুভ হবে।'রের্কড নম্বরে ভোট দেওয়ার জন্য প্রথমবারের ভোটারদের কাছে আর্জি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনব কনটেন্ট ক্রিয়েশনে যুব সম্প্রদায় সকলকে চমকে দিচ্ছে। পর্যটন, সামাজিক নানা বিষয় থেকে শুরু করে জনসংযোগ, এই ধরণের কনটেন্ট তারিফযোগ্য বলেই উল্লেখ করেন মোদী।নমোর কথায়, 'আমি অত্যন্ত খুশি হয়েছি কারণ কিছুদিন আগেই নির্বাচন কমিশন একটি নয়া অভিযান শুরু করে। মেরা পহেলা ভোট-দেশ কে লিয়ে শীর্ষ কর্মসূচিতে বিশেষভাবে ফার্স্ট টাইম ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য অনুপ্রাণিত করা হচ্ছে। ১৮ বছর বয়সে ১৮তম লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা।'লোকসভা ভোট কবে?খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী ১৩ মার্চের পর যে কোনও সময় ঘোষণা হতে পারে ১৮তম সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট। ইতিমধ্যেই একাধিক রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে ভিজিট করছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং তাঁর ফুল বেঞ্চ। আগামী ৩ মার্চ বঙ্গ সফরে আসবেন তাঁরা। এখানে ভোটের প্রস্তুতি পর্যবেক্ষণের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন। এদিকে, রাজীব কুমার জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্বাচনী বন্ড নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নেবে কমিশন।সম্প্রতি ২০১৯ সালের লোকসভা ভোটের একটি নির্ঘণ্ট হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেটিকে ভুয়ো বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।