• মেলেনি দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র, আজই কল্যাণী AIIMS-এর উদ্বোধন মোদীর, কী ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের?
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • প্রতীক্ষার অবসান। নদিয়ার কল্যাণীতে রবিবার AIIMS-এর ভার্চুয়ালি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, এখনও পর্যন্ত দূষণ নিয়ন্ত্রক পর্ষদের ছাড়পত্র পাওয়া যায়নি। আর এই নিয়ে তৈরি হয়েছিল বিস্তর জটিলতা। কিন্তু, প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত সূচি মেনেই কল্যাণীর AIIMS-এর উদ্বোধন করতে চলেছেন মোদী, তাও স্পষ্ট করা হয়েছে।রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কল্যাণী AIIMS-এর পরিবেশ সংক্রান্ত যে ছাড়পত্র থাকা প্রয়োজন তা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এখনই তা এই হাসপাতালকে দেওয়া যাবে না বলেও জানানো হয়। আর এই সার্টিফিকেট ব্যাতিত কোনও হাসপাতালে পরিষেবা চালু রাখা যায় না।যদিও AIIMS-এর তরফে জানানো হয়, তারা সমস্ত নথি সময়েই জমা দিয়েছিল। তবে রোগীদের পরিষেবা প্রদানের কথা মাথায় রেখে অন্তর্বিভাগ চালু রাখা হবে বলেও AIIMS কর্তৃপক্ষের তরফে জানানো হয়। পাশাপাশি তিন বছর আগে যে বর্হিবিভাগগুলি চালু করা হয়, সেগুলিও সচল রাখা হবে বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।কেন মিলছে না পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র?এই প্রসঙ্গে পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, 'প্রায় ২ লাখ ২২ হাজার ৭৮৬ বর্গমিটার জমির উপর হাসপাতাল তৈরি করা হয়েছে। এক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত কোনও ছাড়পত্র নেওয়া হয়নি প্রথমে। এরপর ২০২২ সালে ৬ অক্টোবর নির্মাণকারী সংস্থা ছাড়পত্রের জন্য আবেদন জানায় SEIAA-র কাছে। কিন্তু, যেহেতু পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তাতে পরিবেশের ক্ষতি হয় সেই কারণে প্রায় ১৫ কোটি ক্ষতিপূরণ নির্ধারিত করা হয়। ২০২৩ সালে সেপ্টেম্বরে AIIMS-এর তরফে তা মকুব করার জন্য আর্জি জানানো হয়। তবে পরিবেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়, জরিমানা দিতে হবে। তবেই মিলবে ছাড়পত্র।'কিন্তু, এরই মধ্যে সুপ্রিম কোর্ট একটি নির্দেশে জানায়, যদি ভায়োলেশন ক্যাটাগরি হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার পরও এনভায়রনমেন্ট সার্টিফিকেট দেওয়া যাবে না। এই নিয়ে বিতর্কের মধ্যেই আজ AIIMS-এর উদ্বোধন হতে চলেছে। কল্যাণী AIIMS-এর তরফে অবশ্য দাবি করা হয়, অনুমতির জন্য যথাযথ জায়গায় আবেদন করা হয়। ছাড়পত্র নিয়েই কাজ শুরু হয়। যে অভিযোগ বর্তমানে করা হচ্ছে, সেই বিষয়ে তাদের জানানো হয়নি, এমনটাই AIIMS-এর তরফে দাবি করা হয়।পরিষেবা সংক্রান্ত কী কী ব্যবস্থা থাকতে পারে?রবিবার থেকে ৩৬০টি শয্যা সেখানে চালু হওয়ার কথা রয়েছে। কল্যাণী AIIMS-এ ICU-তে বেড রয়েছে ১৮টি, অপারেশন থিয়েটার ২৩টি। সেখানে আউটডোর চালু রয়েছে ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে।
  • Link to this news (এই সময়)