Kolkata Police : ডেটিং-এর টোপ দিয়ে পকেট ফাঁকা করার কৌশল! নতুন চক্র শহরে, গ্রেফতার ৭
এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
‘আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই।’ নিঃসঙ্গ জীবনে এরকম একটি বার্তা বা ম্যাসেজ আপনার মনে খুশির রঙমহল বানাতে পারে। তবে এর পিছনেই রয়েছে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। কলকাতা শহরে এরকমই ডেটিং-এর লোভ দেখানো নতুন প্রতারণার চক্রের রমরমা। কলকাতা পুলিশ ইতিমধ্যে এরকম একটি চক্রের মাস্টার মাইন্ডদের গ্রেফতার করেছে।প্রথমে ‘বন্ধুত্ব’ বা ‘ডেটিং এজেন্সি’-র চালু করা হয়। সেখানে কর্মরত থাকেন বেশ কিছু মহিলা। তাঁরা অনেকটা কল সেন্টারের কায়দায় বিভিন্ন জনকে ফোন করেন। টার্গেট করা হয় পুরুষ নাগরিকদের। এবার তাঁদেরকে বন্ধুত্ব করার টোপ দেওয়া হয়। নিঃসঙ্গ জীবনে ক্ষণিকের মধুর মুহূর্তের লোভে সেই ফাঁদে পা দেন অনেকেই। এরপর থেকেই শুরু হয়ে যায় আসল খেলা।ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই ব্যাক্তিদের বিভিন্ন ম্যাসেজ পাঠানো হয় থাকে। বিভিন্ন লোভ দেখিয়ে ওই ব্যক্তিদের কাছ থেকে টাকা যোগাড় করাটাই এদের আসল উদ্দেশ্য। নারী সঙ্গের মোহে পড়ে অনেকেই গ্যাঁটের কড়ি খরচা করতে পিছপা হন না অনেকেই। তবে টাকা জমা করার পর আর খুঁজে পাওয়া যাবে না সেই আড়ালে থেকে রমণীদের। যোগাযোগ বন্ধ হয়ে যায় তাঁদের। সংশ্লিষ্ট ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা বৃথাই হবে। নিজের মান সম্মানের কথা ভেবে অনেকেই এই অভিযোগ নিয়ে হাজির হতে পারেন না পুলিশের দুয়ারে।সম্প্রতি, টালিগঞ্জ এলাকার অশোকনগরের একটি ফ্ল্যাট থেকে ২২ ফেব্রুয়ারি এরকম একটি চক্রকে হাতেনাতে ধরে পুলিশ। উদ্ধার হয় প্রচুর পরিমাণে মোবাইল, নোটবই, যেখানে রয়েছে ঠাসা মোবাইল নম্বর। এর সঙ্গে রয়েছে বর্তমান ও ভবিষ্যৎ ‘শিকার’ সংক্রান্ত নানাবিধ তথ্য। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি শাখা মোট সাতজনকে গ্রেফতার করে। এর মধ্যে দুইজন ছিলেন এই চক্রের মূল পান্ডা।কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই চক্রের মধ্যে চার - পাঁচজন ৩২ থেকে ৫০ বছর বয়সী মহিলা ছিলেন, যারা বন্ধুত্ব পাতানোর অছিলায় ফাঁসিয়ে দেওয়ার ট্রেনিং প্রাপ্ত। ছলা কলার মাধ্যমে ফোনে বোকা বানানোর কাজে তারা সিদ্ধহস্ত। পুলিশ সূত্রে খবর, মাথাপিছু ১০ থেকে ১৫ হাজার টাকা হাতানোর ধান্দায় থাকেন এরা। কল সেন্টারের কায়দায় চলে এই পুরো কর্মকাণ্ড। এরকম ফাঁদে পা না দেওয়ার জন্য কলকাতা পুলিশের তরফে সতর্কতা জারি করা হয়েছে।