Trinamool Congress : ব্রিগেডে এবার তৃণমূলের 'জনগর্জন সভা', লোকসভার আগে মমতা-অভিষেকের মেগা মিটিং
এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
দোরগোড়ায় লোকসভা নির্বাচন! তার আগে ব্রিগেড সমাবেশের ডাক তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই খবর জানিয়েছেন। তিনি একটি পোস্টারে লিখেছেন, 'জনগর্জন সভা'। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি ক্যাপশানও লিখেছেন, 'খেলা হবে।' পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ফলে মনে করা হচ্ছে দলের কাণ্ডারি এবং সেনাপতি দুই জনই এই মেগা সভায় উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সংগঠনের দিকে আরও জোরাল নজর দিচ্ছে দল। ৪২টি আসনেই যাতে ঘাসফুল ফোটানো সম্ভব হয় সেই লক্ষ্যে দিনরাত এক করে কাজ করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ফলে এই দিনের সভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন বঙ্গ রাজনীতির অন্যতম দুই হেভিওয়েট মনে করা হচ্ছে এমনটাই।কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ এনে আগেই সুর চড়িয়েছিলেন মমতা-অভিষেক। সেই স্বর আরও জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে। পোস্টারে বলা হয়েছে, 'বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা-১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো।'এদিনের সভা থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন মমতা-অভিষেক, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।উল্লেখ্য, ১ মার্চ আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি বাংলায় লোকসভার প্রচার অভিযান শুরু করতে চলেছে। এরপর ২ তারিখ কৃষ্ণনগরে আসবেন তিনি এবং ৬ মার্চ সভা করবেন বারাসতে। অর্থাৎ এক সপ্তাহেই তিনবার বাংলায় আসবেন তিনি। ফলে গেরুয়া শিবিরকে টেক্কা দিতে প্রচারের ময়দানে মেগা চমক রাখতে পারে তৃণমূল, এমনটাই মনে করা হচ্ছিল। এবার ব্রিগেডে এই জনগর্জন-এর ডাক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা মনে করা হচ্ছে।রাজনৈতিক মহলের একাংশের অনুমান, এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একদিকে যেমন সুর চড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রকম লোকসভা নির্বাচনের সুরও বেঁধে দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ৪২-এ ৪২টা আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এই ব্রিগেড বৈঠক থেকে কি তিনি লক্ষ্যমাত্রা স্থির করে দেবেন? এখন তাই দেখার।