• Alexei Navalny Cause Of Death : কেজিবির কুখ্যাত পাঞ্চেই নাভালনিকে হত্যা? চাঞ্চল্যকর তথ্য ফাঁস রুশ মানবাধিকার কর্মীর
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • রাশিয়ার জেলে মৃত্যু হয়েছে অ্যালেক্সি নাভালনির। পরিবারের তরফে এই মৃত্যুর জন্য সরাসরি আঙুল তোলা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। কী ভাবে পুতিনের সবচেয়ে বড় সামলোচকের মৃত্যু হল? জেলের মধ্যেই খুন করা হয়েছে তাঁকে? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন রুশ মানবাধিকার কর্মী।KGB স্টাইলে হত্যা নাভালনিকে?জানা গিয়েছে, অ্যালেক্সি নাভালনির মৃত্যুর কারণ বুকে গুরুতর আঘাত। রুশ মানবাধিকার কর্মী ভ্লাদিমির ওসেকিন বলেন, 'একটি সজোরে ঘুঁষি মারা হয়েছিল নাভালনির বুকে। তার জেরেই মৃত্যু।' গুলেউ ডট নেট সংস্থার এই প্রতিষ্ঠাতা টাইম অফ লন্ডনে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'KGB-র শত্রু নিধনের একটি পুরনো টেকনিক এটি। এভাবেই তারা শত্রুদের হত্যা করত। হার্টে একটি পাঞ্চ আর খেল খতম। এভাবেই ট্রেনিং পেয়েছিল KGB-র সদস্যরা। এটা ওদের হলমার্ক।' উল্লেখ্য, প্রথম জীবনে ভ্লাদিমির পুতিনও ছিলেন KGB এজেন্ট।প্যানেল কলোনি থেকে পাওয়া একটি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে যাওয়া তাপমাত্রার স্থানে নিয়ে যাওয়া হয় অ্যালেক্সি নাভালনিকে। দীর্ঘক্ষণ তাঁকে সেখানে রেখে দেওয়া হয়। এরপর তাঁর শরীর দুর্বল হয়ে পড়লে মোক্ষম জায়গায় বুকে পাঞ্চ করা হয়। আর তাতেই ঘটে যায় চরম পরিণতি।মানবাধিকার কর্মী তাঁর সাক্ষাৎকারে আরও বলেন, 'আমার মনে হয় ওরা প্রথমে অ্যালেক্সি নাভালনিকে চরম ঠান্ডায় রেখে দিয়েছিল। তারপর রক্ত সঞ্চালন কমে যাওয়ায় তখনই বুকে আঘাত করে।'নাভালনির দেহ পরিবারের হাতেএদিকে, সাইবেরিয়ার আর্কটিক জেলে রহস্যমৃত্যুর প্রায় এক সপ্তাহ পরে শেষ পর্যন্ত অ্যালেক্সি নাভালনির দেহ হাতে পেলেন মা লুডমিলা নাভালনায়া। কেন নাভালনির দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আর্জি জানিয়েছিলেন বৃদ্ধা। কিন্তু, মস্কো তাতে কোনও কর্ণপাত করেনি। দিনের পর দিন মর্গে গিয়েও ছেলের দেহের কাছে পৌঁছতে দেওয়া হয়নি অ্যালেক্সির মাকে। তবে হত শুক্রবার একঝলক তাঁকে সেই সুযোগ দিয়েছিল রুশ প্রশাসন। যদিও বৃদ্ধার দাবি, ছেলের দেহ গোপনে কবর দেওয়ার জন্য তিন ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয় তাঁকে। লুডমিলা সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মস্কো নাভালনির দেহ নষ্ট করে দেওয়ার হুমকি দেয় বলেও দাবি।কী বলছে পোস্টমর্টেম রিপোর্ট?কী ভাবে নাভালনির মৃত্যু হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা কাটছে না কিছুতেই। পুতিন সমালোচকের মাথায় ও বুকে ক্ষতচিহ্ন এবং কালশিটে চিহ্ন পাওয়া গিয়েছিল। স্পষ্ট নয় ময়নাতদন্তের রিপোর্টও। পরিবারকে দেহ হস্তান্তরের অর্থ, পোস্টমর্টেম হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সে রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে না।
  • Link to this news (এই সময়)