• Rajya Sabha Election 2024 : ১৮৭২ কোটির মালিক কংগ্রেসের রাজ্যসভার এই প্রার্থী! দরিদ্রতম কে?
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনে নির্বাচন। তার আগে যদিও একাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। এই তালিকায় যেমন আছেন সোনিয়া গান্ধী, জে পি নাড্ডা। তেমনই বাংলার চার তৃণমূল এবং এক BJP-র সাংসদও। তবে জানেন কি রাজ্যসভার সবচেয়ে ধনী সাংসদ কে?জানা গিয়েছে, রাজ্যসভার ৩৬ শতাংশ প্রার্থী তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে বলে উল্লেখ করছেন হলফনামায়। হলফনামা অনুযায়ী, রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া প্রার্থীদের মোট সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। নির্বাচন কমিশনের জন্য কাজ করা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এই তথ্য প্রকাশ করেছেADR এবং ন্যাশনাল ইলেকশন ব্রাঞ্চ ১৫ রাজ্যের ৫৬টি আসনের ময়দানে নামে ৫৯ জন প্রার্থীর মধ্যে ৫৮ জনের হলফনামা বিশ্লেষণ করেছে। নথি সঠিকভাবে স্ক্যান না হওয়ায় কর্নাটকে কংগ্রেসের প্রার্থী জি সি চন্দ্রশেখরের মনোনয়নে দেওয়া হলফনামার বিশ্লেষণ করা সম্ভব হয়নি সংস্থার পক্ষে।১৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগদুই সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, ৩৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে। এ ছাড়া এদের মধ্যে ১৭ শতাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। একজন রাজ্যসভা প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে।সংস্থার মতে, BJP-র ৩০ জনের মধ্যে আটজন প্রার্থী, কংগ্রেসের ন'জনের মধ্যে ছ'জন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের চারজনের মধ্যে একজন প্রার্থী, সমাজবাদী পার্টির তিনজনের মধ্যে দু'জন প্রার্থী, YSRCP-র তিনজনের মধ্যে একজন প্রার্থী, RJD-র দু'জনের মধ্যে একজন প্রার্থী, BJD-র দু'জনের মধ্যে একজন প্রার্থীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে।অভিষেক মনু সিংভির হলফনামাসবচেয়ে ধনী রাজ্যসভার প্রার্থী কে?এ ছাড়াও বিশ্লেষণ অনুযায়ী, প্রায় ২১ শতাংশ রাজ্যসভার প্রার্থী কোটিপতি। যাদের সম্পত্তি ১০০ কোটি টাকার বেশি। হিমাচল প্রদেশে কংগ্রেসের প্রার্থী অভিষেক মনু সিংভি সবচেয়ে বেশি সম্পত্তির মালিক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৮৭২ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রার্থী জয়া বচ্চন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৫৭৮ কোটি টাকা। কর্নাটকে JDS-এর প্রার্থী কুপেন্দ্র রেড্ডির মোট সম্পত্তি ৮৭১ কোটি টাকা। এ ছাড়া সবচেয়ে কম সম্পত্তি রয়েছে মধ্য প্রদেশের BJP প্রার্থী বালযোগী উমেশনাথের। তিনি ৪৭ লাখ টাকার মালিক। পশ্চিমবঙ্গের BJP-র জয়ী সাংসদ শমীক ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা। উত্তর প্রদেশের BJP প্রার্থী সংগীতার সম্পত্তির পরিমাণও সমান।এই প্রার্থীদের মধ্যে ১৭ শতাংশ দ্বাদশে গণ্ডি টপকেছেন। ৭৯ শতাংশ স্নাতক অথবা উচ্চ ডিগ্রিধারী।
  • Link to this news (এই সময়)