• অনলাইন গেমে বুঁদ! জুয়ায় হেরে বিমার টাকার লোভে মাকে খুন ছেলের
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • এক ব্যক্তি আসক্ত ছিলেন জুয়া খেলায়। অনলাইন গেমিংয়ের প্রতি আসক্তি ছিল উত্তরপ্রদেশের এক যুবকের। কিন্তু সেই জুয়া খেলায় হেরে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি। তাই ওই টাকা মিটিয়ে দিতে মাকে হত্যা করেন ওই যুবক বলে অভিযোগ। মাকে হত্যা করে বীমার টাকা পাওয়ার পরিকল্পনা করেছিল ওই যুবক বলে দাবি পুলিশের। কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে গিয়েছেন হিমাংশু সিং নামের ওই যুবক। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরে।হিমাংশুর মায়ের নামে একটি মোটা অঙ্কের জীবন বি করা ছিল। সেই টাকা পেতেই হিমাংশু তাঁকে হত্যা করেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন গেমিংয়ের প্রতি আসক্তির জেরেই তিনি তাঁর মাকে হত্যা করেন। যাতে তিনি মায়ের নামে থাকা জীবন বিমার টাকা পাওয়ার দাবি করতে পারেন এবং তার ঋণের পাহাড় মিটিয়ে নিতে পারেন সেই কারণে ওই হত্যা করেন হিমাংশু। পুলিশ জানিয়েছে হিমাংশু তাঁর মায়ের ছিল ৫০ লাখ টাকার বিমা । সেটা পাওয়ার জন্য তাঁকে হত্যা করে দেহ যমুনা নদীর তীরে ফেলে দেয় হিমাংশু বলে অভিযোগ।পুলিশ জানিয়েছে, হিমাংশু জনপ্রিয় প্ল্যাটফর্ম জুপি-তে গেমিংয়ে আসক্ত ছিল। সে এমন আসক্ত ছিল হারের পরে বারবার ধার করতে এবং খেলা চালিয়ে যেতে প্ররোচিত করেছিল। তিনি বুঝতে পারেন যে তার প্রায় ৪ লাখ টাকা ধার রয়েছে। কীভাবে ওই টাকা ফেরত দেবেন সে চিন্তা করেই এই নির্মম চক্রান্ত করেন তিনি।পুলিশ জানিয়েছে , ধার মেটাতে হিমাংশু তাঁর এক আত্মীয়র গয়নাও চুরি করে। তার বাবা দূরে থাকাকালীন তিনি তাঁর মা প্রভাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। তিনি দেহটি একটি বস্তায় রেখে ট্রাক্টরটি যমুনা নদীর তীরে নিয়ে যান। তাঁর বাবা রোশন সিং গিয়েছিলেন চিত্রকূট মন্দিরে। তিনি ফিরে এসে তাঁর স্ত্রী ও ছেলেকে বাড়িতে পাননি। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে একজন জানান যে তিনি হিমাংশুকে নদীর কাছে ট্রাক্টরে দেখেছেন। পুলিশকে খবর দেওয়া হয় এবং যমুনার কাছে থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই গ্রেফতার করা হয় হিমাংশুকে। সেখানের পুলিশ আধিকারিক বিজয় শঙ্কর মিশ্র জানান, ঋণ পরিশোধ করার জন্যই হিমাংশু এই জঘন্য চক্রান্ত করেছিল। তিনি পুলিশের কাছে তা স্বীকার করেছেন বলেও দাবি করেন ওই আধিকারিক।
  • Link to this news (এই সময়)