• Taj Mahal: এবার হট এয়ার বেলুন থেকে তাজমহল দেখার সুযোগ! মাথা পিছু খরচ কত?
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আকাশেক বুকে ভেসে বেড়ানো রং-রেরঙের বেলুনের সৌন্দর্য্য মুগ্ধ করে সকল। হট এয়ার বেলুন দেখেছেন কখনও? আকাশে উড়লে ভারী সুন্দর লাগে হট এয়ার বেলুনগুলি দেখতে। আর বেলুনগুলোয় চেপে আকাশ থেকে সৌন্দর্য উপভোগ করা যায়। এই বেলুনে চড়ার অভিজ্ঞাতাও হয় শিহরণ জাগানোর মতো। আগ্রায় শুরু হয়েছে হট এয়ার বেলুন সাফারি। আকাশের বুকে থেকেই এবার আপনি দেখতে পাবেন তাজমহল। উপভোগ করতে পারবেন এর অপূর্ব সৌন্দর্য্য।রবিবার পরীক্ষামূলকভাবে কুবেরপুর থেকে প্রথম ওড়ানো হয় এই হট এয়ার বেলুন। উত্তর প্রদেশ পর্যটন দফতরের উদ্য়োগে চালু হয়েছে এই পরিষেবা। মাথাপিছু টিকিটমূল্য পড়ে ১৩৫০০ টাকার সঙ্গে যোগ করবে কয়েকটি ট্যাক্স। এক সঙ্গে ছয় জন চড়তে পারবেন এই হট এয়ার বেলুনে। ৫০০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এই বেলুন। তবে আগ্রা ডিফেন্স জোন হওয়ার এখানে এই বেলুন সর্বোচ্চ ২০০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়বে। ভারতের সিমলা, কুলু, স্পিতি ভ্য়াতি, মানালি, রাজস্থানের জয়পুর, পুষ্কর, উদয়পুর সহ বিভিন্ন জায়গায় হট এয়ার বেলুনে চেপে আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন।উল্লেখ্য, হট এয়ার বেলুনে ভ্রমণ এক ধরনের রোমান্টিক অভিযান। এই বেলুন আকাশে ভাসিয়ে নিয়ে যাবে আপনাকে। বর্তমানে বেশিরভাগ হট এয়ার বেলুন বাণিজ্যিক উদ্দেশ্যে ওড়ে। কেউ আবার শখের বশে এই বেলুন ভাড়া করে ভ্রমণ করে। আবার কোনেও কোনেও কোম্পানি এগুলোতে লোগো ব্যবহার করে প্রচারের কাজে লাগায়। বেলুনের মধ্যে যে বিশাল ঝুড়িটি থাকে, সেটিকে 'খাম' বলা হয়৷ এটি মূলত নাইলনের দড়ি দিয়ে তৈরি। এটিতে বসার জায়গা থাকে। ভেতরটা তৈরি অগ্নিনির্বাপক পদার্থ দিয়ে। একটি বার্নার থেকে আগুন বের হয়। এই অগ্নিস্ফূলিঙ্গ বেলুনকে হালকা করে দেয় বায়ুর তুলনায়। আর তার ফলেই বেলুন আকাশে ভাসতে থাকে। বর্তমানে অনেক দেশেই আকাশে ভেসে ভেসে হট এয়ার বেলুনে ভ্রমণের উপভোগ করার সুযোগ রয়েছে। দড়ি দিয়ে বাঁধা মানুষের চলাচলের জন্য প্রথম হট এয়ার বেলুন আকাশে উড়েছিল প্যারিসে ১৭৮৩ সালের ২১ নভেম্বর। প্রথম এই বেলুন তৈরি করেছিলেন ম্যন্টগলফিয়ার ভাইয়েরা। দুই বিশ্ব যুদ্ধেই বড় ভূমিকা ছিল এই হট এয়ার বেলুনের। ১৯৯৯ সালের মার্চ মাসে হট এয়ার বেলুনে চেপে বিশ্ব ভ্রমণে সমর্থ হন বারট্রান্ড পিকার্ড ও ব্রায়ান জোনস। ৫ জুন 'হট এয়ার বেলুন ডে' হিসেবে উদযাপন করা হয়। বিভিন্ন দেশে এই দিনটি উদযাপন করা হয় হট এয়ার বেলুনে গা ভাসিয়ে।
  • Link to this news (এই সময়)