Train Without Driver : চালক ছাড়াই ১০০ কিমি বেগে কাশ্মীর থেকে পঞ্জাবে ট্রেন! 'ভূতুড়ে কাণ্ডের' আসল কারণ ব্যাখ্যা রেলের
এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
হু হু করে ছুটছে মালগাড়ি। গতিবেগ যেন সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। কিন্তু, চালকের আসনে কেউ নেই! ভাবছেন ভূতুড়ে কাণ্ড? এমনটা বাস্তবে ঘটল রবিবার।ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের কাঠুয়া। ঝড়ের গতিতে ছুটল চালকবিহীন মালগাড়ি। চালক ছাড়াই ঘণ্টায় ১০০ কিমি বেগে কাঠুয়া থেকে সেই ট্রেন পঞ্জাব পর্যন্ত ছুটে চলল। কিন্তু, কী ভাবে সম্ভব হল এমনটা?চালক ছাড়াই ছুটল ট্রেন?জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কাঠুয়া রেলস্টেশনে মালগাড়িটি দাঁড় করিয়ে চালক নেমেছিলেন। তারপর আচমকাই ট্রেনটি নিজে থেকে চলতে শুরু করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার গতিবেগ। জানা যায়, ট্রেনটির ইঞ্জিন চালু ছিল। কাঠুয়া স্টেশন ছেড়ে মালগাড়িটি একের পর এক স্টেশন পেরোতে শুরু করে। তখন গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার।কী ভাবে থামল ট্রেন?মালগাড়িটিকে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে দেখে হকচকিয়ে যান চালক। খবর জানাজানি হতেই হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। পরবর্তী সব স্টেশনগুলিতে যোগাযোগ শুরু করেন কাঠুয়ার আধিকারিকরা। কিন্তু, লাভের লাভ কিছুই হয়নি। ততক্ষণে ট্রেনটি ৮৪ কিলোমিটার অতিক্রম করে ফেলেছে। শেষ পর্যন্ত মালগাড়িকে থামাতে কাঠের গুঁড়ি, স্লিপার ফেলে দেওয়া হয় রেললাইনে। কোনওমতে পঞ্জাবের কাছে থামে দুরন্ত গতিতে ছুটে আসা চালকবিহীন এই মালগাড়ি। একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। যেখানে চালকবিহীন মালগাড়িটিকে সজোরে ছুটতে দেখা যাচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। চালক ছাড়া মালগাড়ি ছোটার ভিডিয়ো দেখে থ হয়ে গিয়েছে নেটিজেনরা।আসল কারণ জানাল রেলরেলের শীর্ষকর্তারা কাঠুয়া স্টেশনে পৌঁছন। দুর্ঘটনা এড়াতে পরবর্তী সমস্ত স্টেশনগুলির সঙ্গে যোগাযোগ করা হয়। পঞ্জাবের মুকেরিয়ার উঁচি বস্সিতে আটকানো সম্ভব হয় ১০০ কিলোমিটার বেগে ছুটে আসা চালকবিহীন মালগাড়িটিকে। রবিবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ একটি মালগাড়ি দাঁড় করানো ছিল। ৫৩টি ওয়াগন ছিল সেটিতে। কাঠুয়া স্টেশন সূত্রে খবর, কংক্রিট বোঝাই করা হয়েছিল ওয়াগনগুলিতে। তদন্তের পর জানা গিয়েছে, চালক হ্যান্ডব্রেক না লাগিয়েই ইঞ্জিন থেকে নেমে গিয়েছিলেন। ইঞ্জিন চালু ছিল। রেলপথ ঢালু থাকায় মালগাড়িটি গড়াতে শুরু করে। এরপরই গতিবেগ বাড়তে বাড়তে ১০০ কিলোমিটার বেগে পৌঁছে যায়। রেল মন্ত্রক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।