ভাড়া মাসে ৩ লাখ, বহরমপুরে লোকসভার আগে নয়া কার্যালয় BJP-র
এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমর নীতি সাজাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবার বহরমপুরে বড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। মাসে তিন লাখ টাকার বেশি ভাড়া গুনে একটি অনুষ্ঠান বাড়ি নিয়েছে বিজেপি। জানা যাচ্ছে, এটি দলের অন্যতম কার্যালয় হতে চলেছে। এদিকে ইতিমধ্যেই এত টাকা খরচ করে ঘর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।মুর্শিদাবাদ বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। কিন্তু, সেখানে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে কোনওরকম আসন ভাগাভাগিতে যায়নি রাজ্য শাসক দল। সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেখানে অনেকটাই প্রেস্টিজ ফাইট কংগ্রেসের জন্য।অন্যদিকে, এক চিলতে জায়গা ছাড়তে নারাজ বিজেপিও। ভোটের মুখে বহরমপুরের পঞ্চাননতলায় কারবালা রোডের উপর একটি বিরাট অনুষ্ঠানবাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এই বাড়িটি আগে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হত। এবার সেখানেই হচ্ছে বিজেপির পার্টি অফিস। চারিদিক ছেয়েছে গেরুয়া পতাকায়। জানা গিয়েছে, এই বাড়িটির ভাড়া হিসেবে তিন লাখের বেশি টাকা দিতে হবে বিজেপি নেতৃত্বকে।আর এই বিপুল টাকা ব্যয় করে পার্টি অফিস ভাড়া নেওয়া নিয়ে সরব হয়েছেন বিরোধীদের একাংশ। তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বিজেপিকে বিঁধে বলেছেন, ‘লাখ লাখ টাকা খরচ করে বিল্ডিং ভাড়া নিচ্ছে। এর হিসাব ওরা দেয় না। তবে বিজেপি যত বড় পার্টি অফিস ভাড়া নিক, মানুষের হৃদয়ে জায়গা দখল করতে পারবে না। ‘এই প্রসঙ্গে বাম নেতা জামির মোল্লা বলেন, 'ইলেকটোরাল বন্ড থেকে বিজেপি প্রচুর টাকা তুলেছে। কালো টাকা সাদা করতে বিজেপির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কর্পোরেট মালিকরা। সাধারণ মানুষের কোনও লাভ এতে হবে না।’উল্লেখ্য, এই পার্টি অফিসটি উদ্বোধনের দিন ছিল এলাহি ভোজের আয়োজন। দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। কেন এই পার্টি অফিস প্রয়োজনীয়? সেই প্রসঙ্গে মুখ খুলেছেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার।তিনি বলেন, 'বহরমপুর লোকসভা দখল এবার আমাদের মূল লক্ষ্য। তারজন্যই দলীয় সদর কার্যালয়ের পাশাপাশি একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে নির্বাচনী কার্যালয় হিসেবে।’ এই পার্টি অফিস নির্বাচনের সময় ব্যবহার করা হবে বলে স্পষ্ট বার্তা তাঁর। এখন দেখার যেই লক্ষ্যে এই ঝাপিয়ে পড়া, সেই লোকসভা নির্বাচনে বহরমপুরে ঠিক কী কামাল করে BJP!