• ‘...প্ররোচনা দিতে চাই না!’ সন্দেশখালি কবে যাবেন? ঘোষণা অভিষেকের
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  • ব্রিগেডের সভা মিটলেই সন্দেশখালি যাবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি, এখনই সন্দেশখালিতে তৃণমূলের সভা করার কোনও প্রয়োজনীয়তা নেই বলেই জানান অভিষেক।আগামী ১০ মার্চ ব্রিগেডে বিশাল জনসভায় ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালি নিয়ে চূড়ান্ত অশান্তির আবহের মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এই ব্রিগেডের সভা মিটলেই তিনি নিজে সন্দেশখালি যাবেন। তাঁর এখনই সেখানে গিয়ে মানুষকে ‘প্ররোচনা’ দিতে তিনি যাবেন না।প্রসঙ্গত, আগামী ৩ মার্চ সন্দেশখালিতে একটি সভার ডাক দিয়েছিল স্থানীয় তৃণমূল কংগ্রস নেতৃত্ব। সেই সভায় উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্ব হাজির থাকবেন বলে জানানো হয়েছিল। কিন্তু, সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন কিনা সে ব্যাপারে নিশ্চয়তা ছিল না। অভিষেক এই প্রসঙ্গে বলেন, ‘ব্রিগেড সমাবেশ ১০ তারিখ রয়েছে। তার প্রস্তুতি থাকবে। ২৯ জানুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোনও সভা করা যাচ্ছে না। ওখানে যবে সভা হবে, সেটা জানিয়ে দেওয়া হবে। ব্রিগেড মিটলে আমি সেখানে যাব।’‘মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা যে আন্দোলন করছেন এটা ঠিক’, সন্দেশখালিতে পার্থ ভৌমিকএমনকি, আগামী ৩ মার্চ সেখানে সভা আদৌ করা উচিত নয়, বলেই জানিয়ে দেন অভিষেক। তিনি বলেন, ‘আমার ধারণা সেখানে এই পরিস্থিতিতে এখনই সভা করার প্রয়োজন নেই। স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে।’ তাঁর কথায়, মানুষের প্রাণ বাঁচলে, ধর্মে ধর্মে সংঘাত শেষ হলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে সেখানে আগামী দিন সভা সমিতি সব হবে।সন্দেশখালির একাধিক ইস্যু নিয়ে এদিন মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিজেপি এই ইস্যুটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফর পর্যন্ত জিইয়ে রাখার চেষ্টা হচ্ছে। অভিষেকের কথায়, এক একদিন বেছে নিয়ে ওখানে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য সংস্থা যাচ্ছেন। কেন তাঁরা একদিনেই হাইকোর্টের অনুমতি নিয়ে ওখানে যাচ্ছেন না। তাঁর কথায় সন্দেশখালির বিষয়টি ‘লাইম লাইট’ রাখার জন্যেই এই অভিসন্ধি করা হচ্ছে।শেখ শাহজাহানকে গ্রেফতার করার প্রসঙ্গেও এদিন বিচার ব্যবস্থার দিকেই অঙ্গুলি হেলন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের কর্তাদের নিয়ে একটি সিট গঠন করা হয়েছিল। কিন্তু সেই সিটের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই কারণে, পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না বলেই দাবি করেন তিনি। হাইকোর্ট থেকে অনুমতি এলে কয়েকদিনের মধ্যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে ফেলবেন বলে আশা প্রকাশ করেন অভিষেক।
  • Link to this news (এই সময়)