অভিনব কায়দায় গয়না হাতিয়ে নিল দুষ্কৃতীরা। গয়না পরিষ্কার করতে এসে গৃহকর্তার চোখের সামনেই পাঁচ লক্ষাধিক টাকার সোনার গয়না হাপিস করে পালাল দুই দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ওই এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ততক্ষণে ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল রোডের বাসিন্দা তথা পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা দুই ব্যাক্তি এসে হাজির হয়। মোটর-সাইকেলে এসেছিল। তারা পাপ্পু চৌধুরীকে জানায় তাদের কাছে বিশেষ এক ধরনের পাউডার এবং স্প্রে রয়েছে, যা দিয়ে মুহূর্তের মধ্যে পরিষ্কার করা যাবে সোনার গয়না। কিন্তু বিষয়টি সন্দেহজনক লাগায় তাদের বাড়ি থেকে বের করে দেন পাপ্পু চৌধুরী। ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন।এরপরই ওই দুই ব্যক্তি সংলগ্ন কেশরমল জৈন নামে এক পাট ব্যবসায়ীর বাড়িতে যায়। ব্যবসায়ীর তিন তলায় বসার ঘরে গিয়ে একই প্রস্তাব দেয় তারা। ওই দুই ব্যক্তির কথায় বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনার গয়না পরিষ্কারের জন্য দেন কেশরমল। অভিযোগ,সেই সময় গয়না পরিষ্কার করার ছলে নিমেষের মধ্যে সেগুলি হাপিস করে দিয়ে চোখের নিমেষে সেখান থেকে পালিয়ে যায় তারা। বিষয়টি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন কেশরমল। তাঁর চিৎকারে ছুটে বেড়িয়ে আসেন। ছুটে আসেন এলাকার লোকজনও। যদিও ততক্ষণে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী। তড়িঘড়ি খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল। সিসিটিভি ফুটেড খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।প্রসঙ্গত, দিন কয়েক ধরেই একের পর এক চুরি ডাকাতির ঘটনা ঘটছে মালদায়। কয়েকদিন আগে মালদার হবিবপুর থানার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েত অফিসে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েত থেকে কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী চুরি যায় বললে অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।