• Trinamool Congress : সন্দেশখালিতে জমি ফেরতের প্রক্রিয়া শুরু, জনমত নিয়ে পালটা প্রচারে নামছে তৃণমূল
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • সন্দেশখালি নিয়ে এবার পালটা প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিতে যে গুরুতর অভিযোগগুলি উঠে এসেছে তার মধ্যে অন্যতম হল জমি জবরদখল, জমি দখল করে ভেড়ি নির্মাণ এবং জমির পাট্টা না দেওয়া। জমি সংক্রান্ত এই সমস্ত অভিযোগ গ্রহণের কাজ শুরু হয়েছে। পাশাপশি, জমির পাট্টা দেওয়ার কাজও শুরু করে দেওয়া হয়েছে সরকারি উদ্যোগে।সন্দেশখালি এলাকায় যাঁদের জমি ফেরত দেওয়া হয়েছে, তাঁদের মতামত নিয়ে ভিডিয়ো বার্তা তৈরি করছে তৃণমূল। সেই ভিডিয়ো বার্তা সমাজ মাধ্যমে প্রচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। সন্দেশখালি ইস্যুতে গত কয়েকদিনে কিছুটা ব্যাকফুটে যেতে হয়েছে রাজ্যের শাসক দলকে। তবে একাধিক অভিযোগের ভিত্তিতে যাতে দ্রুত সমস্যা সমাধান করা হয় সে ব্যাপারে কড়া নির্দেশিকা রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।‘মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা যে আন্দোলন করছেন এটা ঠিক’, সন্দেশখালিতে পার্থ ভৌমিকএ ব্যাপারে রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, সন্দেশখালি এলাকা জুড়ে এই ধরনের জমি নিয়ে বেনিয়মের অভিযোগের সংখ্যা আড়াইশো ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে দেড়শো অভিযোগের ইতিমধ্যে সমাধান করা হয়েছে। বাকি একশো অভিযোগের দ্রুত সমাধান করা হয়েছে। জমি নিয়ে যে ‘ভুল-ত্রুটি’ হয়েছে, সেটা শুধরে নেওয়ার জন্য রাজ্য সরকার যে তৎপর, সেই কারণেই এই প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।সন্দেশখালি, মাঝেরপাড়া, বেড়মজুর এলাকায় একাধিক আদিবাসীদের জমি ফেরতের প্রক্রিয়া শুরু করেছে ভূমি রাজস্ব দফতর। জমি ফেরত পাওয়ার পর সেই সমস্ত বাসিন্দাদের প্রতিক্রিয়া কী? তাঁরা কী মতামত দিচ্ছেন, অশান্তির আবহের মাঝেই সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই এই প্রচার কৌশল বলেই ধারণা রাজনৈতিক মহলে।সন্দেশখালি এলাকায় গত কয়েকদিন তিনবার পরিদর্শনে যান রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকাবাসীর সঙ্গে গিয়ে কথা বলেন তাঁরা। যেখানে যেখানে এররক জমি নিয়ে অভিযোগ রয়েছে, সেখানে সমাধানের ব্যাপারে আশ্বাস দেন তাঁরা। পাশাপাশি, এলাকায় পুলিশ ক্যাম্প করে এলাকার বাসিন্দাদের অভিযোগ দায়ের করার সুযোগ করে দেওয়া হয়। তবে এই প্রচার কৌশলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কি আগামী দিনে লাভবান হবে, সেটা সময়ই বলবে।
  • Link to this news (এই সময়)