• India Alliance: 'বিজেপি হটাও দেশ বাঁচাও', ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েই চড়া সুর অখিলেশের
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • শেষ পর্যন্ত আলোর দেখা বিরোধী জোট ইন্ডিয়া জোটে। রবিবার আগ্রাতে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রায়' যোগ দিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। প্রিয়াঙ্কা গান্ধীও যোগ দিয়েছিলেন যাত্রায়। লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। ভারত জোড়ো ন্যায় যাত্রায় অখিলেশের যোগ দানের পরই উৎফুল্ল কংগ্রেস। কংগ্রেসের কথায়, 'অন্ধকার দূর করতে প্রস্তুত' বিরোধী জোট।উত্তর প্রদেশে কংগ্রেস-সপার মধ্যে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়েছে বুধবার। সমঝোতা অনুয়াযী, আমেঠি ও রায়বরেলি সহ ১৭টি লোকসভা আসনে লড়বে কংগ্রেস। বাকি ৬৩টি আসনে সমাজবাদী পার্টি লড়বে। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই উত্তর প্রদেশে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেোয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব।রাহুল গান্ধীর যাত্রায় শক্তি প্রদর্শন করতে দেখা যায় অখিলেশকে। ন্য়ায় যাত্রায় এদিন বিপুল সংখ্যক সমাজবাদী কর্মীও উপস্থিত ছিলেন। অম্বেদকরের মূর্তি পুষ্পস্তবক অর্পণের পর উভয় নেতা শুরু করেন পদযাত্রা। অখিলেশ বলেন, 'রাহুল গান্ধী দেশপ্রেমের কথা বলেন। আগ্রা ভালোবাসার শহ। আমরা সংবিধান বাঁচানোর লড়াইয়ে নেমেছি। বিজেপি হটাও দেশ বাঁচাও। বিজেপি উত্তর প্রদেশে হেরে গেলেই লড়াই সফল হবে আমাদের।' এসপি প্রধান অখিলেশ যাদব তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্য়ান্ডেলে সফরকালে রাহুল গান্ধীর সঙ্গে ছবিও শেয়ার করেছেন।অখিলেশ বলেন, 'বর্তমানে কৃষকরা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্ষমতাকে ভয় পাচ্ছে। আগামী সময় বিজেপিকে সরিয়ে ইন্ডিয়া জোট যোগ্য সম্মান দেবে কৃষরদের।' তাঁর আরও সংযোজন, 'আমি ধন্যবাদ জানাতে চাই জনতাকে। আগামী দিনে সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ গণতন্ত্র ও সংবিধানকে বাঁচানো। জনতার স্বপ্ন পূরণ করা। বিজেপি হটাও দেশ বাঁচাও।'উল্লেখ্য, দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, গুজরাট এবং গোয়ায় আপের সঙ্গে আসন ভাগাভাগির রফা চূড়ান্ত হয়েছে কংগ্রেসের। কংগ্রেস গুজরাটের ২৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্য়দিকে আপ ভাবনগর এবং ভরুচ আসনে প্রার্থী দেবে। ৭টি লোকসভা আসন বিশিষ্ট দিল্লিতে আসন সমঝোতা কী হবে, তা নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। শনিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে আপ এবং কংগ্রেস জানিয়ে দিল, তারা দিল্লিতে চার-তিন সমীকরণে লড়বে। নয়াদিল্লি, দক্ষিণ দিল্লি, পূর্ব দিল্লি এবং পশ্চিম দিল্লিতে লড়বে আপ। উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং চাঁদনি চকে লড়বে হাত শিবির।
  • Link to this news (এই সময়)