• Lok Sabha Election Date 2024 : এপ্রিলের প্রথম সপ্তাহেই লোকসভা ভোট? বড় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলঙ্গানার BJP-র অধ্যক্ষ জি কিষাণ রেড্ডি বড় দাবি করলেন। রবিবার তিনি জানান, এপ্রিলের প্রথম সপ্তাহেই শুরু হবে ১৮তম লোকসভা নির্বাচন।কেন্দ্রীয় মন্ত্রীর দাবিভোটের আগে BJP-র সংকল্প যাত্রায় অভিযানে অংশ নেন জি কিষাণ রেড্ডি। সেই কর্মসূচিতে তাঁর ঘোষণা, 'এপ্রিলের প্রথম সপ্তাহেই হবে লোকসভা নির্বাচন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর ভবিষ্যদ্বাণী, BJP কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশে চারটি আসনে জয় পাবে। এ ছাড়া কর্নাটকে ২৫টি আসন এবং তেলঙ্গানায় চমকে দেওয়ার মতো ফলাফল হবে গেরুয়া শিবিরের।১৯ এপ্রিল লোকসভা ভোটের ভুয়ো মেসেজ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রাজনৈতিক মহল। আচমকাই ভাইরাল ভোটের সময়সূচি। হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিতে এই সূচিতে ছয়লাপ হয়ে গিয়েছে। তবে এই নিয়ে এবার মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন উল্লেখ করেছে, 'হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো মেসেজ ঘুরপাক খাচ্ছে। বলা হচ্ছে সেটি ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো। এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের কোনও নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।' হোয়াটসঅ্যাপে যে মেসেজটি ঘুরপাক খাচ্ছে সেটিতে উল্লেখ করা হয়েছে, ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে আগামী ১২ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ লোকসভা ভোটের মনোনয়ন জমা নেওয়া শুরু করবে নির্বাচন কমিশন। লোকসভা ভোটে ২০২৪ শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। ২২ মে নির্বাচনের গণনা এবং ফলপ্রকাশ।কবে হবে লোকসভা ভোট?সূত্রের খবর, ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে ১৩ মার্চের পর যে কোনও সময়। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে আধিকারিকরা সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারের সঙ্গে আলোচনায় বসবেন। পর্যবেক্ষণ করবেন লোকসভা ভোট নিয়ে রাজ্য সরকারগুলির প্রস্তুতি। মার্চ মাসে ব্যাক টু ব্যাক রাজ্য ভিজিট রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের।BJP-র প্রার্থী ঘোষণালোকসভা নির্বাচনের জন্য খুব শীঘ্রই চালু হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। লোকসভা ভোট না মেটা পর্যন্ত 'মন কি বাত' সম্প্রচারিত হবে না। 'মন কি বাত' অনুষ্ঠানের ১১০তম এপিসোডে প্রধানমন্ত্রী বলেন, 'আগামী তিনমাস মন কি বাতের সম্প্রচার বন্ধ থাকবে। রাজনৈতিক মর্যাদা পালন করব তাই লোকসভা ভোট চলাকালীন মন কি বাত অনুষ্ঠান করব না। মন কি বাত অনুষ্ঠান স্থগিত থাকছে কিন্তু, দেশের মানুষের উপলব্ধি যেন না থামে।'
  • Link to this news (এই সময়)