• নারী দিবসেই বারাসতে মোদী, মঞ্চে সন্দেশখালির নির্যাতিতারা? জল্পনা
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এর মধ্যে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক সফর। পরপর তিন দিন রাজ্যে আসছেন তিনি। এর মধ্যে বারাসতের সভার দিকে বিশেষ নজর। মোদীর সফরসূচি বদল করা হল বলে জানা যাচ্ছে। আগামী ৬ মার্চের বদলে ৮ মার্চ বারাসতের সভায় যোগ দিতে পারেন তিনি।উল্লেখ্য, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনটিকেই মোদীর সভার দিন হিসেবে ধার্য করা হয়েছে। এর মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বারাসতের সভায় সন্দেশখালির নির্যাতিত মহিলাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। স্বাভাবিকভাবেই, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলতেই এই দিনটিকে মোদীর জনসভার জন্য বেছে নেওয়া হল বলেই মনে করা হচ্ছে।এর আগে ১ মার্চ আরামবাগ, ২ মার্চ কৃষ্ণনগর এবং ৬ মার্চ বারাসতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেইমতো প্রস্তুতি শুরু করেও দিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এর মধ্যে ফের সভার তারিখ বদল হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। বারাসতের সভার জন্য ৮ মার্চ দিনটিকে বেছে নেওয়া হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে। বিজেপি যে এই সন্দেশখালি ইস্যুটিকে আগামী লোকসভা নির্বাচনের অন্যতম হাতিয়ার করতে চাইছে সে কথা বলাইবাহুল্য।বিজেপির তরফে এই সভার জন্য আলাদা করে একটি নাম দেওয়া হয়েছে। বারাসতের এই সভাকে ‘নারী শক্তি বন্দনা’ কর্মসূচি বলে নামকরণ করা হয়েছে। সেইদিনের সভা থেকে সন্দেশখালির নারী নির্যাতনের অভিযোগ সম্পর্কে বিশেষ বার্তা দেবেন মোদী বলেই জানা গিয়েছে।যদিও, প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন দক্ষিণ ২৪ পরগনায় একটি জল প্রকল্পের উদ্বোধন কর্মসূচি থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন, শেষ আড়াই বছর ধরে অনেকেই এই রাজ্যে আসেননি। ভোট আসছে, তাই অনেকেই ফের রাজ্যে আসতে শুরু করেছেন। তবে প্রত্যেকটা রাজনৈতক দলের মানুষের সামনে যাওয়ার অধিকার আছে, তারাই যেতেই পারেন বলে মত অভিষেকের।
  • Link to this news (এই সময়)