• Kolkata Weather Update : বুধবার থেকে রাজ্য়ে ফের বৃষ্টি, ভ্যাপসা গরমের ভোগান্তি চলতি সপ্তাহেই?
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • ফের একবার বঙ্গে বৃষ্টিপাতের ভ্রুকুটি। তাপমাত্রা খুব একটা না বাড়লেও হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাবে না। মৌসম ভবন সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। পাশাপাশি সোমবার একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?দক্ষিণবঙ্গে শীত গেলেও বৃষ্টির খামখেয়ালিপনা যেন কোনওভাবেই যাচ্ছে না। মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে।পাশাপাশি মঙ্গলবার ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?সপ্তাহের প্রথম দিনেই কি ভিজবে কলকাতা? তা নিয়ে উঠছিল প্রশ্ন। কিন্তু, সাধারণ মানুষকে স্বস্তি দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার শুষ্কই থাকবে কলকাতার আবহাওয়া। তাপমাত্রা খুব একটা বৃদ্ধির সম্ভাবনা নেই। অর্থাৎ ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে না সাধারণ মানুষকে।রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৭৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। কিন্তু, বুধবার থেকে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেখানে তাপমাত্রা বুধবারের পর সামান্য কমতে পারে।উল্লেখ্য, ওডিশা এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সহ মধ্যভারতে শিলাবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহের শুরুতেই। কেরালা ও দক্ষিণ ভারতের কিছু অংশে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
  • Link to this news (এই সময়)