• মমতার পথে হিমাচলের মুখ্যমন্ত্রী! লক্ষ্মীর ভাণ্ডারের অনুরূপ স্কিম চালু, মাসিক কত টাকা পাবেন মহিলারা?
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Himachal Pradesh News: মধ্য় প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী-বাংলার মুখ্যমন্ত্রীর দেখানো পথে এবার হাঁটলেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং। বাংলায় লক্ষ্মী ভাণ্ডার -মধ্য প্রদেশের লক্ষ্মীর ভাণ্ডারের ভালো সুফল মিলেছে। ভোটব্যাঙ্কের তার যথেষ্ট প্রভাব পড়ছে। এবার সেই পথই অনুসরণ করলেন হিমাচলের মুখ্যমন্ত্রী। লাহৌল-স্পিতি জেলা সদর দফতর কেলং-এ ইন্দিরা গান্ধী প্যারি বহেনা সম্মান নিধি যোজনা চালু করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এই প্রকল্পের অধীনে, লাহৌল-স্পিতি জেলায় ১৮ বছরের বেশি বয়সী সব মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। সুখবিন্দর বলেন, 'রাজ্য সরকার পর্যায়ক্রমে তার সমস্ত গ্যারান্টি পূরণ করেছে। সরকার স্পিতি উপত্যকার কাজায় প্রথম হিমাচল দিবস উদযাপন করেছে। সেখানেই ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আমার প্রতিশ্রুতি পূরণ করলাম। লাহৌল স্পিতি জেলায় ইন্দিরা গান্ধী প্যারি ব্রাহ্মণ সম্মান নিধি যোজনা শুরু করার পাশাপাশি আমি ২.৩৭ লাখ মহিলাকে অভিনন্দন জানাই যাঁরা ১ ফেব্রুয়ারি রাজ্যে ১১০০ টাকা ভাতা পেয়েছেন। ২০২৪ সাল থেকে মহিলাদের ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করছি। এইভাবে রাজ্য়ের ২,৪২ লাখ মহিলা প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা পাবেন। আমরা যা বলি তা করি। স্বনির্ভর হিমাচলের ভিত্তি স্থাপন করতে এসেছি আমরা।' সুখুর সংযোজন, 'মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও স্থানীয়রা যে কর্মসূচিতে অংশ নিতে এসেছেন, মানুষের উৎসাহ দেখে আমি খুশি। রাজ্য সরকার তার সমস্ত গ্যারান্টি পূরণ করেছে। ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে ১৫০০ টকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছে।'এছাড়াও মুখ্যমন্ত্রী উদয়পুরে বিডিও অফিস, লাহৌল-স্পিতি জেলার দারচায় রাজীব গান্ধী ডে-বোর্ডিং স্কুল, কেলং-এ পয়ঃনিষ্কাশন প্রকল্প ও জল নিষ্কাশন প্রকল্পর চালুর ঘোষণা করেছেন। এছাড়াও শহরের সৌন্দর্যবর্ধন, টিন্ডিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও মদগ্রানে পশুপালন বিভাগের ডিসপেনশারির পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, লাহৌল-স্পিতি জেলায় গ্রীষ্মকালে স্কুল খোলা থাকবে ও শীতকালে বন্ধ থাকবে। পাশাপাশি সুখবিন্দর সিং বলেন, '২০২৪-২৫ সালের বাজেটে রাজ্য সরকার সব বিভাগের জন্যই পরিকল্পনা শুরু করেছে। বিধবা মহিলাদের সন্তাদের শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে। এর সঙ্গে MNREGA দৈনিক মজুরি ৬০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা থেকে ৩০০ টাকা করা হয়েছে। হিমাচল প্রদেশ দুধের সর্বনিম্ন সমর্থন মূল্য দেওয়ার জনঅয প্রথম রাজ্য হয়ে উঠেছে। গরুর দুধ কেনার জন্য সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার প্রতি ৪৫ টাকা ও মহিষের দুধের প্রতি লিটার প্রতি ৫৫ টাকা।সুখু বলেন, 'প্রাকৃতিক ভাবে চাষ করা গমের সর্বনিন্ম সহায়ক মূল্য় প্রতি কেজি ৫০ টাকা ও ভুট্টার দাম প্রতি কেজি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩ শতাংশ ডিএ ও বকেয়া পরিমাণ পর্যায়ক্রমে কর্মচারীদের প্রদান করা হবে। পুলিশের ডায়েট মানি ২১০ টাকা থেকে ১০০০ টাকায় পাঁচগুণ বৃদ্ধি করা হয়েছে।' মুখ্যমন্ত্রী বলেন, 'হিমাচল প্রদেশই দেশের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে ২১ বছর করা হয়েছে। উচ্চ শিক্ষার জন্য মেধাবী ছাত্রদের এক শতাংশ সুদের হারে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার জন্য জন্য রাজ্য সরকার ডঃ ওয়াই.এস.পারমার স্টুডেন্ট লোন স্কিম শুরু করেছে।
  • Link to this news (এই সময়)