• সন্দেশখালিতে ফের উত্তেজনা, তৃণমূল নেতা হলধর আড়ির খড়ের গাদায় আগুন
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • ফের উত্তেজনা সন্দেশখালিতে। এবার তৃণমূল নেতা হলধর আড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ। ঘটনার জেরে চাঞ্চল্য। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট।প্রায় রোজই নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে সন্দেশখালিতে। এবার গ্রেফতার অজিত মাইতি। গতকাল তাঁকে আটক করেছিল পুলিশ। সোমবার সকালে তাঁর গ্রেফতারির খবর পাওয়া যাচ্ছে। শুক্রবারের পর রবিবার ফের তৃণমূল নেতা অজিত মাইতির উপর চড়াও হন বিক্ষোভকারীরা। শেখ শাহজাহানের ভাই সিরাজ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে রীতিমতো ধাওয়া করেন তাঁরা। গ্রামবাসীদের রোষের মুখে পড়েন তিনি। রীতিমতো লাঠিসোঁটা ঝাঁটা নিয়ে অজিত মাইতিকে তাড়া করেন স্থানীয় মহিলারা। পরিস্থিতি বেগতিক বুঝে সেই সময় পালিয়ে অন্যের বাড়িতে ঢুকে পড়েন অজিত। ভিতরে ঢুকেই দরজায় তালা মেরে দেন তিনি। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে বেশ কয়েক ঘণ্টা সেই বাড়িতে কার্যত লুকিয়ে থাকেন অজিত। এরপর সন্ধ্যায় দিকে তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ। আর সোমবার সকালে জানা যায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।যদিও নিজেকে অবশ্য নির্দোষ বলেই দাবি করেছেন অজিত মাইতি। তাঁর দাবি, ২০১৯ সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছিল তাঁকে। আর সেই মারধরের নেতৃত্বে ছিলেন শেখ শাহজাহানের ঊাই সিরজুদ্দিন ওরফে সিরাজ ডাক্তার। মারধরের পর তিনি তৃণমূলে যোগ দেন বলে দাবি অজিতের। যদিও স্থানীয়রা অবশ্য তাঁর বিরুদ্ধে জমি দখল, মারধর, হুমকি টাকা নেওয়া সহ বিভিন্ন ধরনের অত্যাচারের অভিযোগ তুলেছেন।এদিকে স্থানীয়দের অভিযোগ নেওয়ার জন্য ইতিমধ্যেই ক্যাম্প খুলেছে পুলিশ। আর সেই ক্যাম্পে ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা পড়ছে শেখ শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সেগুলির মধ্যে এখনও পর্যন্ত ১০০-র বেশি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র সিরাজুদ্দিনের বিরুদ্ধেই।
  • Link to this news (এই সময়)