• অসপ্রে দেখতে বাংলাদেশ থেকে চুপিতে পাখিপ্রেমী
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • বারাসতে থাকা এক আত্মীয়ের মুখে শুনেছিলেন পূর্বস্থলীর চুপি পাখিরালয়ের কথা। শুনেছিলেন সেখানে অসপ্রে দেখতে পাওয়া যায়। এর পর ভারতে এসে চুপিতে গিয়ে তিনি দেখা পান অসপ্রের। সেই পাখির টানে তৃতীয়বার চুপি পাখিরালয়ে চলে এলেন বাংলাদেশের পাখিপ্রেমী ফটোগ্রাফার ৮০ ছুঁই ছুঁই মোশারফ হোসেন। সম্প্রতি দু’দিন চুপির পাখিরালয়ে কাটিয়ে অসপ্রের দেখা পেয়ে তৃপ্তির হাসি নিয়ে দেশে ফিরেছেন তিনি।শুধুমাত্র একটি প্রজাতির পরিযায়ীর টানে এই বয়সেও ভিন দেশ থেকে এভাবে এক পক্ষীপ্রেমীর ছুটে আসা দেখে আবেগতাড়িত হয়েছেন স্থানীয় গাইড ও নৌকায় পর্যটকদের পাখি দেখানো মাঝিরাও। বাংলাদেশের ঢাকার উত্তরার বাসিন্দা মোশারফ বহুজাতিক কোম্পানির কর্মী ছিলেন বলে জানান। তরুণ বয়স থেকেই তাঁর নেশা ফটোগ্রাফির। বিশেষ করে পাখির ছবি লেন্সবন্দি করা তাঁর শখ।অবসরের পর সেই নেশা আরও বাড়ে। ছুটেও যান বিভিন্ন প্রান্তে। বারাসতে থাকা তাঁর এক আত্মীয় এয়ারফোর্সের প্রাক্তন কর্মী মইন আহমেদের কাছে শুনেছিলেন, চুপি পাখিরালয়ের কথা। সেই কথা শুনে করোনার আগে প্রথমবার চলে এসেছিলেন চুপিতে। সেখানে পরিবেশ ও পরিযায়ীদের দেখে মুগ্ধ হয়ে যান তিনি।বলেন, ‘প্রথমবার এসেই এখানে অসপ্রে দেখে মোহিত হয়ে গিয়েছিলাম। সেই টানে ফের এসেছিলাম। এবারও সেই অসপ্রের টানেই এসেছি। ভবিষ্যতে আবার আসার ইচ্ছা রয়েছে।’ তবে এবারে তিনি এসেছেন একটু দেরিতে। ফলে অসপ্রের দেখা পাওয়া নিয়ে সন্দিহান ছিলেন। বলেন, ‘নৌকা নিয়ে বহু ঘোরাঘুরির পর অসপ্রের দেখা পেয়েছি। ছবিও তুলেছি বেশ কয়েকটা। বাংলাদেশের জলাশয়গুলোতেও পরিযায়ীরা আসে, তবে অসপ্রের দেখা মেলে না।’জানান, একমাত্র ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রোহনপুরে ভাগ্য ভালো থাকলে অসপ্রের দেখা মেলে। বারাসতের বাসিন্দা এয়ারফোর্সের প্রাক্তন কর্মী মইন আহমেদ বলেন, ‘ওঁকে চুপি পাখিরালয়ের কথা বলেছিলাম। উনি এসে চুপি পাখিরালয়ের প্রেমে পড়ে যান। তবে এবার দেখলাম পাখি কিছুটা কম। কচুরিপানা থাকায় ছবি তোলার জন্য নৌকা নিয়ে সহজে যেতে পারছেন না মাঝিরা।’নৌকায় পর্যটকদের নিয়ে পাখি দেখান মাঝি বাবু শেখ। বলেন, ‘এবার মহারাষ্ট্র, দিল্লি থেকে পক্ষীপ্রেমীরা এখানে এসেছেন মূলত অসপ্রে দেখতে। বাংলাদেশের পর্যটককেও ঘোরালাম। শেষ পর্যন্ত উনি অস্প্রে দেখতে পাওয়ায় আমারও ভালো লাগছে।’ নানা প্রতিকূলতার মুখে পড়া চুপি পাখিরালয়ে এখন ভরসা জোগাতে শুরু করেছে শিকারিপাখি অসপ্রে।
  • Link to this news (এই সময়)