• যানজট কাটাতে বাইপাস, ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • উলুবেড়িয়া শহরে যানজট কাটাতে নতুন বাইপাস রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়। সেই বাইপাস রাস্তার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। উলুবেড়িয়া পুরসভার নির্দেশ মতো রাস্তার দু’ধারে জবর দখলকারী নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরুও হয়েছে। আগামী সাত দিনের মধ্যে জবরদখল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া পুরসভা।গত সোমবার উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ মেদিনীপুর খালের দক্ষিণপাড় বরাবর প্রস্তাবিত বাইপাস রাস্তার মাপজোখ করে। তারপরেই সরকারি জায়গার দখলদারদের এক সপ্তাহের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উলুবেড়িয়া শহরের ব্যস্ততম রাস্তা ওটি রোড। সময়ের সঙ্গে সঙ্গে এই রাস্তায় পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির সংখ্যা।তার জেরে প্রতিদিন যানজটে স্বাভাবিক জনজীবন ব্যাপক ভাবে ব্যহত হয়। এই সমস্যা সমাধানে উলুবেড়িয়া পুরসভা মেদিনীপুর ক্যানেলের দক্ষিণপাড় বরাবর পুরোনো একটি রাস্তাকেই বাইপাস রাস্তা হিসেবে তৈরির সিদ্ধান্ত নেয়। প্রায় ৩.৭ কিলোমিটার এই বাইপাস করার জন্য রাজ্য সরকারের ইতিমধ্যে প্রায় ৩৭.১১ কোটি টাকা বরাদ্দ করেছে।জানা গিয়েছে, ৩৬ ফুট চওড়া এই রাস্তা তৈরি করতে দু’দিকে জবরদখল সরাতে তৎপর প্রশাসন। রাস্তার পাশাপাশি মেদিনীপুর ক্যানেলের পূর্বপাড়ের সঙ্গে সংযোগ রক্ষার্থে ৮টি কালভার্ট এবং দুটি বড় ব্রিজ তৈরি করা হবে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ‘রাস্তাটি মাপজোখ করে দেখা যায় অনেকেই সেচ দপ্তর বা ভূমি সংস্কার দপ্তরের জায়গা দখল করে রয়েছেন। তাঁদের এক সপ্তাহের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
  • Link to this news (এই সময়)