• মাসে বেতন প্রায় আড়াই লাখ, IT কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আবারও চাকরি সুযোগ। এবার নিয়োগ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকারের 'স্মার্ট পিডিএস' প্রকল্পটি গ্রহণ করেছে রাজ্য সরকার। আর তার জন্য ইতিমধ্যে 'মউ'ও স্বাক্ষর করা হয়েছে রাজ্যের তরফে। এবার এই প্রকল্পটি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চালানোর জন্য উচ্চ বেতনে (IT) বিশেষজ্ঞ কর্মী সরাসরি নিয়োগ করবে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভায় এই সংক্রান্ত সিদ্ধান্তও গৃহীত হয়েছে। খাদ্য দফতরের পক্ষ থেকে চিঠি লিখে গোটা বিষয়টি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রককে জানিয়েও দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ইতিমধ্যেই রেশন পরিচালন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ ব্যাপকভাবে শুরু হয়েছে। এই প্রক্রিয়াকে আরও উন্নত করতেই 'স্মার্ট পিডিএস' প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। উন্নত প্রযুক্তির ব্যবহারে রেশন পরিচালন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে এবং সংস্কারের উদ্দেশেই এই প্রকল্পটি রূপায়ণ করা হচ্ছে। সূত্রের খবর 'এক দেশ এক রেশন' ব্যবস্থাকে আরও উন্নত করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।কোন পদে নিয়োগ?একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্মার্ট পিডিএস প্রকল্পের জন্য কী ভাবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞ কর্মীদের নিয়োগ করা হবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রককে জানান হয়েছে। জানা গিয়েছে একজন করে প্রজেক্ট ম্যানেজার এবং ডাটা অ্যানালিসিস্ট এবং দু'জন করে টেকনিক্যাল সাপোর্ট স্টাফ ও সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে।কত বেতন?নিযুক্তদের কত টাকা বেতন দেওয়া হবে সেই বিষয়েও তথ্য দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। প্রজেক্ট ম্যানেজার এবং ডাটা অ্যানালিস্টের মাসিক বেতন ধার্য করা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। বাকি দুই ক্যাটাগরির কর্মীরা মাসে যথাক্রমে ৭০ এবং ৪০ হাজার টাকা করে বেতন পাবেন। তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি অবশ্য প্রকাশিত হব অনলাইনে। কোনও এজেন্সির মাধ্যমে না করে অনলাইনে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। নিয়োগ কমিটিতে রাজ্য সরকারের পাশাপাশি NIC-র প্রতিনিধিরাও থাকবেন বলে জানা গিয়েছে।শিক্ষাগত যোগ্যতা ও বাছাই পদ্ধতি?বিভিন্ন পরীক্ষায় আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই হবে প্রাথমিক বাছাই। কম্পিউটার সায়েন্স বা তথ্যপ্রযুক্তিতে বিটেক, বিই, এমসিএ, এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ইন্টারভিউ। সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি কর্মীদের বেতন দিতে বছরে মোট কত খরচ হবে, সেই হিসেবও কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছে খাদ্যদফতর। সেক্ষেত্রে প্রথম কিস্তির টাকা দ্রুত পাঠানোর জন্য মন্ত্রককে অনুরোধও কররা হয়েছে রাজ্যের তরফে।
  • Link to this news (এই সময়)