• Farmer Protest : কৃষক আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে অন্নদাতারা, যুমনা এক্সপ্রেসে ট্র্যাক্টর মিছিল রুখল পুলিশ
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • কৃষিপণ্যের ন্যুনতম মজুরি সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছেন অন্নদাতারা। সোমবার উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ জেলায় ট্র্যাক্টর মিছিলের ডাক দিয়েছিল তাঁরা। যমুনা এক্সপ্রেসওয়েতে আন্দোলনকারী কৃষকদের মিছিল আটাকালো পুলিশ।ট্র্যাক্টর মিছিলের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে দাবি পূরণের জন্য বহু কৃষককে ট্রাক্টর মিছিল করতে। যমুনা এক্সপ্রেসওয়ের কাছে মিছিল আসতেই, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল। এদিকে, আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অন্নদাতার তাঁদের দিল্লি চলো অভিযান বন্ধ রেখেছে। এই সময়ের মধ্যে সরকার তাঁদের দাবি না মানলে, বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তার আগে ট্র্যাক্টর নিয়ে অভিযানের ডাক দিয়ে আন্দোলনকারী কৃষকরা তাঁদের শক্তি প্রদর্শন করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।এর আগে, কৃষকদের প্রস্তাবিত ট্র্যাক্টর মিছিলকে ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল পুলিশ। মিছিল রাজধানীতে যাতে প্রবেশ করতে না পারে, তারজন্য দিল্লি-নয়ডা সীমানা এলাকায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। সেই সঙ্গে যে সমস্ত গাড়ি নয়ডা থেকে দিল্লিতে প্রবেশ করেছে, তাদের উপর ছিল নজরদারি ব্যবস্থা। গাড়ি থামিয়ে করা হয়েছে চেকিং।জানা গিয়েছে, আন্দোলন জোরদার করতে প্রস্তুতি নিতে শুরু করেছেন অন্নদাতারা। ছ’মাসের খাবার নিয়ে কৃষকরা ট্র্যাক্টর এবং গাড়ি নিয়ে আন্দোলনে সামিল হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন বলে খবর। দেশের মানুষ আরেকটা বড় কৃষক আন্দোলন দেখতে চলেছেন বলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জোর চর্চা।তিন কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে ২০২০ সালে দিল্লি সীমানা এলাকায় আন্দোলন করেছিলেন কৃষকরা। ১ বছরের বেশি সময় ধরে চলেছিল সেই আন্দোলন। দাবি পূরণ না হলে, এবারও সেই পথেই অন্নদাতারা হাঁটতে চলেছেন বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।পুলিশের ভূমিকার নিন্দাএদিকে, আন্দোলনের অংশ নিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। এছাড়া, পঞ্জাব-হরিয়ানা সীমানার খানৌরিতে প্রীতপাল সিং নামে এক কৃষককে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করেছেন কৃষক নেতা বলদেব সিং সিরসা।বর্তমানে প্রীতপাল রোহতকের এটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওই কৃষক নেতা। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছেন আরেক কৃষক নেতা সারওয়ান সিং পান্ধেরে। সেইসঙ্গে কৃষকদের দাবি মেনে নেওয়ার জন্য মোদী সরকারের কাছে করেছেন আবেদন।
  • Link to this news (এই সময়)