Lok Sabha Election : ভোটার তালিকায় ৮০ লাখ মহিলার নাম স্বামীর নামে, দেশের প্রথম লোকসভা নির্বাচন সম্বন্ধে জানুন
এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৪
১৮তম লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় পক্ষই। জানা আছে কি, দেশের প্রথম সংসদ নির্বাচন কবে হয়েছিল? কত আসনে ভোটগ্রহণ চলেছিল?দেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫১-৫২ সালে। সে সময় একাধিক ছোট-বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। দেশভাগের যন্ত্রণা তখনও মানুষের মনে তাজা, সে সময়ই দেশে প্রথম নির্বাচন হয়। দেশের মোট ভোটারদের মধ্যে অধিকাংশই সে সময় নিরক্ষর ছিলেন।৪৮৯ আসনে প্রথম নির্বাচনস্বাধীনতার পর কমিশন ৪৮৯টি আসনে দেশের প্রথম নির্বাচন করায়। মাত্র এক বছর আগেই তৈরি হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। ফলে এত বিপুল জনসংখ্যান দেশে সংসদীয় নির্বাচন করানোর ক্ষেত্রে সম্পূর্ণ অনভিজ্ঞ ছিল কমিশন। প্রথম লোকসভা ভোটে মোট ১৭ কোটি ৩০ লাখ মানুষ ভোটদান করেন। ১৮৭৪ জন প্রার্থীর মধ্যে থেকে জনপ্রতিনিধি বেছে নেন তারা।চলতি বছরও ১৮তম লোকসভা নির্বাচনে কমিশনের উপর ১৯৫০ সালের বিপুল জনসংখ্যা, ভৌগলিক অবস্থানের মতো বড় বড় চ্যালেঞ্জের দায়িত্ব রয়েছে।দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে?প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি বলেন, '১৯৫১-৫২ সালে দেশে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। যা দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের প্রথম নির্বাচন ছিল। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনকে সেলাম। পূর্ব অভিজ্ঞতা ছাড়া এত বড় মাপের একটি নির্বাচন সংগঠিত করা মুখের কথা ছিল না।'কেমন ছিল দেশের প্রথম নির্বাচন?এস ওয়াই কুরেশির কথায়, 'ভারত বাস্তব অর্থেই দারুন কাজ করে দেখিয়েছিল সেবার। এই নিয়ে একটি ছোট তথ্যচিত্রও রয়েছে। যেখানে দেখানো হয়েছিল মূল নির্বাচনের আগে একটি মক ইলেকশন করানো হয়েছিল। প্রথম নির্বাচন শুরু হয়েছিল ১৯৫১ সালের ২৫ অক্টোবর। চার মাস ধরে চলেছিল এই নির্বাচন। ১৭ দিন ধরে ভোটদান প্রক্রিয়া চলেছিল।'ভোটার লিস্টে ছিল বড় চমকভোটার লিস্ট তৈরি করার সময় চমকে দেওয়ার মতো তথ্য হাতে এসেছিল নির্বাচন কমিশনের। বেশি কিছু রাজ্যে মহিলা ভোটারদের নাম নিজের নামে রেজিস্টার্ড ছিল না। ওমুক ব্যক্তির মা বা তমুক ব্যক্তির স্ত্রীর নামে ভোটার কার্ড রেজিস্টার্ড হয়েছিল। অচেনা মানুষকে নিজেদের নাম বলতে লজ্জিত ছিলেন মহিলারা। সে কারণেই এমন ঘটনা ঘটে।৮ কোটি মহিলা ভোটারের মধ্যে ৮০ লাখের নাম গায়েবপ্রথম সাধারণ নির্বাচনের সময় ১৯৫৫ সালে প্রকাশিত আধিকারিকদের রিপোর্ট মোতাবেক, ভোটারদের নাম তাঁদের আসল নাম পরিচয় অনুযায়ী রেজিস্টার্ড করা বাধ্যতামূলক। জানা যায় ৮ কোটি মহিলা ভোটারদের মধ্যে প্রায় ৮০ লাখ নিজের নাম ভোটার কার্ড রেজিস্টার্ড করানো ছিল না। বিহার, উত্তর প্রদেশ, মধ্য ভারত, রাজস্থান এবং বিন্ধ প্রদেশের মতো এলাকায় এই ধরণের মহিলা ভোটারের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।হিমাচল থেকে শুরু হয়েছিল ভোটিংগোটা দেশে ১ লাখ ৯৬ হাজার ৮৪টি ভোটকেন্দ্র ছিল প্রথম নির্বাচনে। তুষারপাত শুরু হওয়ার আগেই হিমাচল প্রদেশ থেকে প্রথম ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। মরুদ্যান থেকে শুরু করে প্রত্যন্ত পাহাড়ি গ্রামে ভোট প্রক্রিয়ায় প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কমিশনের আধিকারিকদের। জয়সলমীরের মতো এলাকায় ভোটিংয়ের ক্ষেত্রে আধিকারিকরা উঁটেরও ব্যবহার কেরছিলেন।১৯৫১ সালের ভারতের প্রায় ৮৪ লাখ মানুষ নিরক্ষর ছিলেন। ফলে পশ্চিমী দুনিয়া মনে করেছিল এত বড় গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সংগঠিত করতে পারবে না ভারত। নিরক্ষরতা ছাড়াও দারিদ্রতা, সামাজিক বিভাজন ভোট প্রক্রিয়ার পথে বাধা ছিল। তবে এস ওয়াই কুরেশির মতে, 'আমরা সফলভাবে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোট প্রক্রিয়া সম্পন্ন করে দেখিয়ে দিয়েছিলাম।'