৩৭০ আসনের টার্গেট ধরে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। NDA-কে দেওয়া হয়েছে ৪০০ আসনের টার্গেট। অন্যদিকে বিজেপি একাই ঘরে তুলছে চাইছে ৩৭০ আসন। শীর্ষ নেতৃত্বের তরফে লক্ষ্য পূরণে কৌশল তৈরিতে ইতিমধ্যেই বৈঠকও হয়ে গিয়েছে কয়েক দফা। তবে এই ৩৭০ আসনের টার্গেট 'অ্যাচিভ' কি বাস্তবে সম্ভব? কী মনে করছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর? পাশাপাশি ইন্ডিয়া জোটের জন্য কী পরামর্শ দিয়েছেন তিনি?ভোট কুশলী প্রশান্ত কিশোরের মতে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে একা ৩৭০ আসন দখল নেওয়ার সম্ভাবনা খুবই কম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, 'বিজেপি একা যদি ৩৭০ আসন জেতে তবে ভীষণই অবাক হব। কারণ সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, বলা যেতে পারে প্রায় শূন্য।' তাঁর সংযোজন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও সংসদে একই সুর শোনা গিয়েছে। ৩৭০ আসন জয়ের বিষয়ে আশাবাদী তিনি। তবে আমার মনে হয় এটি শুধুমাত্র বিজেপি কর্মীদের একটি মাত্রা লক্ষ্য়মাত্রা, সম্ভাবনা নয়।' উল্লেখ্য, কয়েক সপ্তাহে আগে সংসদে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী কণ্ঠে তৃতীয়বার সরকার গঠনের আত্মবিশ্বাস স্পষ্ট। লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনগণের ভাবমূর্তি দেখে মোদীর পর্যবেক্ষণ, 'এনডিএ জোট ৪০০-এর বেশি আসন পাবে। তার মধ্য়ে বিজেপির থাকবে ৩৭০ আসন।'প্রশান্ত কিশোর বলেন, 'বাংলার বিজেপির ভালো ফল করার সুযোগ রয়েছে। তামিলনাড়ুতে বিজেপি প্রথমবারের মতো ডবল ডিজিটের অঙ্ক ছুঁতে পারে আসন জয়ের ক্ষেত্রে। তেলঙ্গনাতেও ভালো ফল করবে বিজেপি।' প্রশান্ত কিশোরের মতে বিজেপি যদি ২০২৪ সালে ফের ক্ষমতায় ফরে তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পরিকাঠামোর আরও দুর্বল হয়ে পড়বে। তাঁর কথায়, 'যখনই কোনও ব্যক্তি বা একটি গোষ্ঠী খুব শক্তিশালী হয়ে ওঠে, তখনই সমাজের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে আপোস করা হয়।' এপ্রসঙ্গে ইন্দিরা গান্ধীর প্রসঙ্গও তুলে ধরেন প্রশান্ত কিশোর। পিকের সংযোজন, 'ভারত চিনে পরিণত হবে না। তবে স্বৈরাচারী শাসনের লক্ষণ আরও প্রকট হয়ে উঠবে।'এদিকে লোকসভা ভোটের আগে একটু একটু করে শক্তি বাড়াচ্ছে ইন্ডিয়া জোট। বছরের প্রথমে দিকে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও ফেব্রুয়ারি থেকে কয়েকটি রাজ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার খানিকটা হলেও লোকসভার আগে ফাটল মেরামতি হয়েছে অনেকটাই। বর্তমানে জোটের অন্যতম খুঁটি কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন ব্য়স্ত ভারত জোড়ো যাত্রা ন্যায় যাত্রা। লোকসভা ভোটের আগে এটা কি সঠিক সময় ন্যায় যাত্রা করার জন্য সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের অন্দরে? লোকসভা ভোটে কি ন্যায় যাত্রার কোনও প্রভাব পড়বে? কী মত প্রশান্ত কিশোরের? পাশাপাশি কংগ্রেসের জন্য় কী পরামর্শ দিলেন তিনি?প্রশান্ত কিশোরের কথা, 'ইন্ডিয়া জোট দেরিতে কাজ করা শুরু করেছে। যে কাজ গত বছরে করা উচিত ছিল তা তারা এখন করছে। গত বছর ইন্ডিয়া জোটে ৭-১০ দিনে বেশি কাজ করেনি। রাহুল গান্ধী যদি সাত দিনের জন্য ইউরোপ সফরে যেতে পারে তাহলে কেন গত বছর ইন্ডিয়া জোট গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে রাখতে পারল না?' ইন্ডিয়া জোটকে উদ্দেশ্য করে পিকের পরামর্শ, 'বিরোধী জোটকে এখন ২০২৪-এর লোকসভা বাইরে ফোকাস করতে হবে।'